সভাস্থল দেখতে সিঙ্গুরে পার্থ

চলতি মাসের ১৪ তারিখ সিঙ্গুরে প্রশাসনিক বৈঠক এবং প্রকাশ্য সমাবেশ করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভার জায়গা স্থির করতে শনিবার সিঙ্গুর ঘুরে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিঙ্গুর শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৩
Share:

চলতি মাসের ১৪ তারিখ সিঙ্গুরে প্রশাসনিক বৈঠক এবং প্রকাশ্য সমাবেশ করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভার জায়গা স্থির করতে শনিবার সিঙ্গুর ঘুরে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে মমতা জানিয়েছেন, জমি-আন্দোলনের সময়ে তিনি সিঙ্গুরের সানাপাড়ায় ২০০৮ সালে যেখানে অনশন-মঞ্চে বসেছিলেন, সেখানেই এ বার প্রশাসনিক বৈঠক, প্রকাশ্য সমাবেশ এবং ‘বিজয় উৎসব’ করতে চান। এ দিন পার্থবাবু সেই জায়গাটি ঘুরে দেখেন। প্রশাসন সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লাগোয়া সেই জায়গাকেই সভাস্থল হিসেবে চূড়ান্ত করা হবে। পার্থবাবু বলেন, ‘‘জাতীয় সড়কের কাছে সভা হলে প্রচুর মানুষ আসবেন। তাই এক্সপ্রেসওয়ের একটি দিক সে দিন বন্ধ রাখতে হবে।’’ তবে, ওই গুরুত্বপূর্ণ সড়কের এক দিক বন্ধ করে সভা করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন তুলতে শুরু করেছে প্রশাসনেরই একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement