সালাম মল্লিক। নিজস্ব চিত্র।
সংঘর্ষে এক কিশোরের মৃত্যুর ঘটনায় ৯ জনের সশ্রম কারাদণ্ড হয়েছে। মামলাটি উলুবেড়িয়া আদালতে ওঠে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনাটি ঘটে ২০০৮ সালের ১৫ মে পঞ্চায়েত নির্বাচনের পরের দিন শ্যামপুরের পিছলদহ গ্রামে। দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। সাদ্দাম হোসেন নামে এক ১৬ বছরের বালক গুরুতর আহত হয়। দু’দিন পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়। ওই ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে। মামলা চলাকালীন এক আসামী মারা যায়। অভিযুক্তদের মধ্যে ছিল এক বালকও। জুভেনাইল জাস্টিস বোর্ডে তার বিচার হয়। সে মামলা থেকে রেহাই পায়। বাকি ৯ জনের মধ্যে শেখ সালাম মল্লিক, আবু ফজল ফকির, সজাহার ফকির, মোজেহার ফকির, সাকিনা খাতুন, আসমা বেগম, সাহানারা খাতুন, রওশন ফকির এবং সাহিদা বেগম। শেখ সালাম মল্লিকের ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকার জরিমানা হয়েছে। অনাদায়ে দু’মাসের সশ্রম কারাদণ্ড। বাকিদের ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সালাম মল্লিকের সাজা ঘোষণা করা হয় শনিবার। বাকিদের শুক্রবার সাজা ঘোষণা হয়।