হাসপাতালে কৌশলের দেহ। সোমবার। নিজস্ব চিত্র
দোকানের মধ্যে থাকা ভূগর্ভস্থ জলাধারে পড়ে রহস্যজনক মৃত্যু হল সেখানকার এক কর্মীর। সোমবার সকালে, হাওড়ার বেলিলিয়াস রোডে একটি খাদ্যসামগ্রী বিক্রির দোকানে। মৃতের নাম কৌশল সিংহ (৩৫)। তিনি ফোরশোর রোডে পরিবার নিয়ে থাকলেও আদতে তাঁর বাড়ি বিহারের আরা এলাকায়। এ দিন যখন ঘটনাটি ঘটে, তখন দোকানে ছিলেন আর এক কর্মচারী। তাঁর দাবি, পুরসভার পাইপলাইনে আসা জল উপচে পড়ায় স্টপকক বন্ধ করতে নেমেছিলেন কৌশল। তখনই তিনি ডুবে যান। কিন্তু মাত্র চার ফুট গভীর জলাধারে কী ভাবে ওই কর্মী ডুবে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রের খবর, বেলিলিয়াস রোডের ওই দোকানে পাইকারি দরে খাদ্য সামগ্রী বিক্রি হয়। সেখানে গাড়িচালক হিসেবে কাজ করতেন কৌশল। দোকানের মালিক শিবকুমার আগরওয়াল জানান, এর আগেও ওই যুবক তাঁর কাছে চাকরি করেছেন। কয়েক বছর চাকরির পরে কৌশল দেশের বাড়ি চলে যান। মাসখানেক আগে ফিরে ফের কাজ শুরু করেন। পানীয় জলের জোগান দিতে দোকানের ভিতরেই রয়েছে চার ফুট গভীর ও আট ফুট লম্বা জলাধার। পুলিশ জানিয়েছে, এ দিন কৌশলকে মৃত অবস্থায় ওই জলাধার থেকে উদ্ধার করা হয়। ঘটনার সময়ে দোকানে ছিলেন মুন্সি সাউ নামে আর এক কর্মচারী। তিনি জানান, জলাধার উপচে পড়ায় সেটির ভিতরে থাকা স্টপকক বন্ধ করতে নেমেছিলেন কৌশল। কিন্তু বহু ক্ষণ পরেও না ওঠায় সন্দেহ হয় মুন্সির। তিনি আশপাশের লোকজনকে খবর দেন। খবর যায় দমকলেও। দমকলকর্মীরা এসে আধ ঘণ্টা পরে কৌশলের দেহ উদ্ধার করেন।
প্রশ্ন উঠেছে, দোকানের ভিতরে ভূগর্ভস্থ জলাধার করার কারণ কী?
শিবকুমার বলেন, ‘‘মূলত কর্মীদের স্নান ও খাওয়াদাওয়ার জন্য জলাধার তৈরি করা হয়েছিল। কিন্তু এমন ঘটবে কে জানত?’’ তদন্তকারীরা জেনেছেন, এর আগেও স্টপকক বন্ধ করতে কৌশল ওই জলাধারে নেমেছিলেন। কিন্তু এ দিন তিনি কী ভাবে ডুবে গেলেন, তা পরিষ্কার হয়নি। পুলিশ জানিয়েছে, ময়না-তদন্তের রিপোর্ট এলেই ঘটনাটি স্পষ্ট হবে।