বার্ড ফ্লু মুক্ত রয়েছে সাঁতরাগাছিতে আসা পরিযায়ী পাখির দল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৬:৩৯
Share:

সাঁতরাগাছি ঝিলে পাখি। নিজস্ব চিত্র।

উত্তর এবং পশ্চিম ভারতে পাখিদের মধ্যে ছড়াচ্ছে বার্ড ফ্লু সংক্রমণ।যার মধ্যে বেশ বড় অংশে রয়েছে পরিযায়ী পাখিরা। বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন পক্ষীপ্রেমীরা।তবে এ রাজ্যে আসা পরিযায়ী পাখিরা এখনও পর্যন্ত নিরাপদ বলেই মনে করছেন পক্ষী বিশেষজ্ঞরা। শীতের সময় সাঁতরাগাছি ঝিলে আসা পরিযায়ী পাখিরা ভাল রয়েছে বলে জানিয়েছেন বিশষজ্ঞরা।

Advertisement

পশ্চিম ভারতে বিভিন্ন জায়গায় বার্ড ফ্লু ছড়িয়েছে। হু হু করে বাড়ছে পাখির মৃত্যু। স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে এ রাজ্যেও। ফি বছর শীতের সময় সাঁতরাগাছি ঝিলে দেশ ও বিদেশ থেকে হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় করে। ওই পরিযায়ীরা সাঁতরাগাছি ঝিল ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন ঝিলে ও জলাভূমিতেও ভিড় জমায়। দেশের অন্য রাজ্যে সংক্রমণের খবর পেয়েই এখানেও বাড়তি নজর রাখা শুরু হয় পরিযায়ী পাখিদের উপর।পাখি সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কাজ শুরু করেন।

এই রকমই একটি সংগঠনের পক্ষ থেকে অর্জন বসু রায় বলেছেন, ‘‘এখনও পর্যন্ত এ রাজ্যে পরিযায়ী পাখিদের মধ্যে কোনও অসুস্থতা দেখা যায়নি। নিরাপদে রয়েছে তারা।” তাই অহেতুক আতঙ্ক কিংবা উদ্বেগ না করাই ভাল।অন্য দিকে তিনি আরও জানান, এ বছর সাঁতরাগাছি পাখিরালয়ে পাখিদের সংখ্যা গত বারের তুলনায় অনেক বেশি। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের জন্য পাখিদের এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সময়ের আগেই। তাই রবিবার সংস্থার পক্ষ থেকে প্রাথমিকভাবে সাঁতরাগাছিতে পাখিদের গণনা করা হয়। দেখা যায়, এ বার ১৬টি প্রজাতির প্রায় ৬ হাজার ৫৩৫টি পাখি এসেছে। যার মধ্যে হিমালয় পেরিয়ে আসা পাখিও রয়েছে। গত বার এসেছিল প্রায় ৪৫০০টি পাখি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement