বিজেপি নেতার বাড়িতে হামলা, আক্রান্ত তিন

রাধাবল্লভপুরের বিজেপি সভাপতি তাপস সাঁতরার কাকিমা নমিতাদেবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জাঙ্গিপাড়া শেষ আপডেট: ১১ মে ২০১৯ ০১:২০
Share:

প্রতীকী ছবি।

এ বার জাঙ্গিপাড়ায় এক বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে তাঁর বৃদ্ধা কাকিমা এবং দুই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে রাধাবল্লভপুর এলাকায় ওই ঘটনায় নমিতা সাঁতরা নামে আক্রান্ত ওই বৃদ্ধাকে জাঙ্গিপাড়া গ্রামীণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা হয়। পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল অভিযোগ মানেনি।

Advertisement

রাধাবল্লভপুরের বিজেপি সভাপতি তাপস সাঁতরার কাকিমা নমিতাদেবী। তাপসবাবুর অভিযোগ, তৃণমূলের ২০-২৫ জনের একটি দল এ দিন তাঁর বাড়ি হামলা চালায়। কাকিমা তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। দলের আরও দু’জনকেও মারধর করা হয়। তাপসবাবু বলেন, ‘‘ওরা সকলে মোটরবাইকে এসেছিল। হাতে টাঙ্গি, বল্লম, লাঠি, কুড়ুল ছিল। পুলিশকে সব জানিয়েছি।’’ পুরো বিষয়টি পারিবারিক বিবাদ বলে উড়িয়ে দিয়েছেন জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। তাঁর দাবি, ‘‘ওই হামলায় তৃণমূলের কোনও যোগ নেই। স্রেফ পারিবারিক অশান্তিকে রাজনৈতিক রং দেওয়ার অপচেষ্টা চলছে। পুলিশ তদন্ত করে দেখুক আদপে ঠিক কী হয়েছে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement