নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা হিন্দমোটরে, স্থানীয়দের হাতে অর্ধেক ন্যাড়া অভিযুক্ত

লজেন্সের লোভ দেখিয়ে এক নাবাবিলাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল হুগলির হিন্দমোটরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৩:৩৫
Share:

অভিযুক্তকে অর্ধেক ন্যাড়া করে দিয়েছে স্থানীয়রা। নিজস্ব চিত্র।

লজেন্সের লোভ দেখিয়ে এক নাবাবিলাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল হুগলির হিন্দমোটরে। ঘটনার কথা এলাকায় জানাজানি হতেই অভিযুক্তকে ঘিরে ধরে এলাকাবাসী। মারধর করে তার অর্ধেক চুলও কেটে দিয়েছেন বিক্ষুদ্ধ স্থানীয়রা। তাকে আটকও করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিন্দমোটরের ইটখোলা মোড় নন্দনকানন এলাকায় বছর খানেক ধরেই ভাড়া থাকে অভিযুক্ত। তার নাম মানিক সাহা। ওই এলাকারই বাসিন্দাকে নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

স্থানীয়দের বক্তব্য, শুক্রবার সন্ধ্যায় লজেন্স দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে ডাকে অভিযুক্ত। সেখানে লাইট বন্ধ করে নাবালিকার উপর যৌন নির্যাতনের চেষ্টা করে। এই ঘটার কথা শনিবার সকালে জানাজানি হতেই অভিযুক্তের উপর চড়াও হয় স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা পূর্ণিমা সাহা বলেছেন, ‘‘আজ সকালে ঘটনার কথা আমরা জানতে পারি। খবর চাউর হতেই লোক জড়ো হয়।’’ এর পর অভিযুক্তকে বেধড়ক মারধর করে মাথা অর্ধেক ন্যাড়া করে দেওয়া হয়েছে। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ওই ব্য‌ক্তিকে আটক করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement