Howrah

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে জাতীয় সড়ক অবরোধ বামেদের

শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার খলিশানি কালীতলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বামকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ২১:৪৪
Share:

বামেদের জাতীয় সড়ক অবরোধ। নিজস্ব চিত্র।

কেন্দ্রের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবি ও দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে বামেরা পথে নামলেন। শনিবার তারা জাতীয় সড়ক অবরোধ করে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

Advertisement

শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার খলিশানি কালীতলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বামকর্মীরা। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা গিয়ে প্রতিবাদীদের সঙ্গে কথাবার্তা বলে অবরোধ তোলে। আন্দোলনকারীদের তরফে সিপিএম নেতা গৌতম পুরকাইত বলেন, ‘‘অবিলম্বে মোদী সরকারের কৃষি আইন বাতিল করতে হবে। না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব।’’

আগামী ৮ ডিসেম্বর কৃষক সংগঠনগুলি ভারত বন্‌ধের ডাক দিয়েছে। ওই দিন বন্‌ধ সফল করতে সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছে বামেরা। গৌতম বলেন, ‘‘সচেতন নাগরিক মাত্রেই এই বন্‌ধ সমর্থন করবেন। আমরা ওই বন্‌ধের সমর্থনেও পথে নামব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement