উদ্যোগ: নাটকের পোস্টার। নিজস্ব চিত্র
খানিকটা বিচ্ছিন্ন ভাবেই নানা সামাজিক সংগঠন বন্ধ গোন্দলপাড়া জুটমিলের শ্রমিকদের পাশে এসে দাঁড়াচ্ছে। এ বার ওই শ্রমিকদের জন্য নাটক নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা কুলভূষণ খারবান্দা।
আগামী শনিবার চন্দননগর রবীন্দ্রভবনে মুম্বইয়ের পদাতিক নাট্যগোষ্ঠীর প্রয়োজনায় ‘আত্মকথা’ নামে ওই নাটকটি মঞ্চস্থ হবে। কুলভূষণ তাতে অভিনয় করবেন। নাটকটি লিখেছেন মহেশ এলকুঞ্চওয়া। নির্দেশনা বিনয় শর্মার। ইতিমধ্যেই এ নিয়ে শহরে তোরণ তৈরি হয়েছে। চলছে প্রচারও। ওই নাটকের টিকিট বিক্রির সমস্ত টাকা শ্রমিক পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে চন্দননগরের নাট্যগোষ্ঠী ‘ক্লাসিক’। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে তারা।
গোন্দলপাড়া জুটমিল কুড়ি মাস ধরে বন্ধ। ফলে, আর্থিক সঙ্কটের মুখে এখানকার শ্রমিক মহল্লা। অভিযোগ, মিল বন্ধের জেরে অনটনের কারণে বেশ কয়েকজন শ্রমিক আত্মঘাতী হয়েছেন। দুশ্চিন্তায় ভুগে অনেকেই রোগগ্রস্ত হয়ে পড়ছেন। মিলছে না উপযুক্ত চিকিৎসা। তার জেরেও একের পর এক মৃত্যু ঘটছে। কোনও প্রতিকার নেই।
সরকারি স্তরে বা মিল কর্তৃপক্ষের তরফেও জুটমিল খোলার আশু কোনও উদ্যোগ দেখতে পাচ্ছেন না শ্রমিকেরা। মিল বন্ধ থাকায় কর্তৃপক্ষের তরফে চিকিৎসা সংক্রান্ত টাকা জমা না পড়ায় ইএসআই (চিকিৎসার সুযোগ) থেকেও বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা। এমনকি, পানীয় জল বা শ্রমিক মহল্লায় বিদ্যুৎও মিলছে সব সময় মিলছে না। শ্রমিক পরিবারের অনেক শিশুই আর্থিক কারণে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।
এই সঙ্কট মোকাবিলায় ‘ক্লাসিক’ নাট্যগোষ্ঠীর সঙ্গে একই উদ্যোগে শামিল হয়েছে শহরের ‘সবুজের অভিযান’ সংস্থাও। সংস্থার প্রধান, পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা অতীতে শ্রমিক পরিবারগুলির জন্য স্বাস্থ্য শিবির এবং সাধ্যমতো শিক্ষা সামগ্রী ও চাল বিলি করেছি। এ বার নাটক থেকে সংগৃহীত অর্থ ওই পরিবারগুলির হাতে তুলে দেব।’’