• দিল্লি রোড ধরে অসংখ্য ট্রাক কলকাতায় যায়। পুজোর চারদিন দুপুর ২টো থেকে রাত ৩টে পর্যন্ত শ্রীরামপুরের পিয়ারাপুর এবং দীর্ঘাঙ্গি মোড়ে ওই সমস্ত ট্রাক আটকে দেওয়া হবে। কলকাতায় ঢুকবে না।
• চুঁচুড়ায় জিটি রোডে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে বিকেল থেকে রাত পর্যন্ত।
• মালবাহী কোনও ট্রাক বিকেল ৫টার পর শহরে ঢুকতে দেওয়া হবে না। সেগুলি দাঁড়াবে মগরায়।
• শ্যামবাজারের দিক থেকে যে সমস্ত বাস শ্রীরামপুরে ঢোকে, সেগুলি রিষড়ার মৈত্রীপথ থেকে চলাচল করবে। অন্যান্য রুটের বাস দাঁড়াবে শহরে ঢোকার মুখে অমূল্য কাননের কাছে। বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত টোটো চলাচল বন্ধ থাকবে।
মোটরবাইক এবং গাড়িতে সর্বক্ষণ টহল দেবে পুলিশ। পুলিশের পাশাপাশি থাকছে প্রচুর সিভিক ভলান্টিয়ার । মণ্ডপগুলিতে পুজো কমিটির তরফে স্বেচ্ছ্বাসেবক মোতায়েন করা হবে।
বিভিন্ন জায়গায় পুলিশি সহায়তা কেন্দ্র করা হচ্ছে।
• গোলমাল বা ইভটিজিংয়ের মতো ঘটনা এড়াতে যথেষ্ট সংখ্যায় সাদা পোশাকে পুরুষ এবং মহিলা পুলিশকর্মী থাকবেন। বিভিন্ন পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও রাস্তায় নজরদারিতে থাকবেন।
• বহু পুজোমণ্ডপেই প্রশাসনের তরফে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে একটি ডিভিডি দেওয়া হয়েছে প্রচারের জন্য। তাতে নিরাপদে গাড়ি চালানো নিয়ে গান বাজানোর পাশাপাশি টিভিতে বা বড় পর্দায় ছবিও দেখানো হবে।-নিজস্ব চিত্র।