মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার শুরু হল হাওড়ার মঙ্গলাহাটের বেআইনি নির্মাণ ভাঙার কাজ। গোলমালের আশঙ্কায় পুলিশ মোতায়েন থাকলেও বিকেল পর্যন্ত নির্বিঘ্নেই কাজ চলে। মেয়র রথীন চক্রবর্তী জানান, ভবিষ্যতে মঙ্গলাহাটে যে কোনও বেআইনি নির্মাণ যে ভেঙে দেওয়া হবে, সেই বার্তাই দেওয়া হল। এ দিন হাজির ছিলেন হাওড়া পুরসভার ইঞ্জিনিয়ার ও কর্মীরা, দুই মেয়র পারিষদ শ্যামল মিত্র ও গৌতম চৌধুরী। পুরসভা সূত্রে খবর, হাটের মধ্যে ওই নির্মীয়মাণ দোতলা বাড়িটির প্রায় আড়াই হাজার বর্গফুট অংশ বেআইনি বলে চিহ্নিত করেছিলেন পুর-ইঞ্জিনিয়াররা। বুধবার মেয়র ঘোষণা করেছিলেন, মঙ্গলাহাটকে নতুন ভাবে গড়ে তোলা হবে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হবে।