জীর্ণ: এই সেতু সংস্কারের দাবি উঠেছে। নিজস্ব চিত্র
বিপজ্জনক বলে বোর্ড লাগিয়েছে পূর্ত দফতর (সড়ক)। কিন্তু সেই নিষেধাজ্ঞা মানছে কে? দিনভর বারুইপাড়া স্কুলের কাছে সরস্বতী খালে উপর জীর্ণ সেতু দিয়েই চলছে ভারী যানবাহন। প্রশাসনের নজর নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের টোলে অতি পণ্য বোঝাই চার চাকা গাড়ির উপর নজরদারি বাড়ানো হয়। ফলে কর ফাঁকি দিতে অধিকাংশ গাড়ি ওই জীর্ণ সেতু পার করে জাঙ্গিপাড়া-শ্রীরামপুর রোডের দিয়ে গন্তব্যে চলে যাচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তা দিয়ে ৩১ নম্বর রুটের বাস ও ট্রেকার, বারুইপাড়া-বড়া পর্যন্ত অটো ছাড়াও প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। জাঙ্গিপাড়া, শিয়াখালা, বারুইপাড়া-সহ বিভিন্ন এলাকার মানুষ শ্রীরামপুর হাসপাতাল, আদালত যাওয়ার এই রাস্তা ব্যবহার করেন। এলাকাবাসীর ক্ষোভ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি জীর্ণ হয়ে পড়েছে। পূর্ত দফতরের (সড়ক) এক কর্তা জানান, নতুন সেতু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই সেতু তৈরির কাজ শুরু করা হবে। নতুন সেতু তৈরির কাজ শুরু হলে রাস্তাটি আংশিক ভাবে বন্ধ করা হবে। পাশাপাশি শ্রীরামপুর থেকে বারুইপাড়া এবং জাঙ্গিপাড়া থেকে বারুইপাড়া পর্যন্ত চার চাকার গাড়ি কাটা সার্ভিস করা হবে। সাইকেল, মোটরবাইকের জন্য আলাদা রাস্তা তৈরি করা হবে।