সরকারি অফিসার সেজে প্রতারণা, ধৃত আরামবাগে

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসার সেজে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে আরামবাগের নৈসরাইতে একটি মুড়ি কারখানায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৯
Share:

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসার সেজে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে আরামবাগের নৈসরাইতে একটি মুড়ি কারখানায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। পুলিশ জানায়, বছর পঞ্চান্নর ওই ব্যক্তি নিজের নাম জানিয়েছে গৌতম শিরমণি। আদি বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ায়। থাকেন বীরভূমের রামপুরহাটে। তাকে গ্রেফতার করা হয়েছে। নাম-ঠিকানা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সাদা ঝকঝকে একটি গাড়িতে তিনি নৈসরাইয়ের মুড়ি কারখানা চত্বরে এসে নামেন। গাড়িতে ইংরাজিতে ‘অন ডিউটি-ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট’ প্লেট লাগানো ছিল। সাদা কোর্ট-প্যান্ট। গলায় আই কার্ডে লেখা এস পি চ্যাটার্জি, সার্ভেয়ার অব কালেক্টর, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। মুড়ি কারখানার মালিক সন্তোষ গুপ্তর অভিযোগ, “এক বছর আগে নিজেকে বড় অফিসার পরিচয় দিয়ে আমার কাছে দূষণ সংক্রান্ত জরিমানা বাবদ এবং দূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম দেওয়ার কথা বলে ৭ হাজার টাকা নিয়ে গিয়েছিলেন। পনেরো দিনের মধ্যে সেই সরঞ্জাম পাঠানোর কথা ছিল। তা এখনও পাওয়া যায়নি। উল্টে যে ফোন নম্বর দিয়েছিল তাও বন্ধ ছিল।’’

সম্ভবত সে কথা ভুলে গিয়েই এ দিন ফের ওই মুড়ি কারখানায় আসেন গৌতম। কিন্তু টাকা চাওয়ার আগেই তাকে আটকে লোকজন ডেকে পুলিশের হাতে তুলে দেন কারখানার মালিক সন্তোষবাবু। পুলিশ জানায়, জেরায় ধৃত দাবি করেছে সে এমএ পাশ। একটি দৈনিক পত্রিকায় সাংবাদিকতার কাজ চলে যাওয়ার পর সংসার চালাতে এই পথ বেছে নেয় সে। পুলিশের কাছে গৌতম স্বীকার করেছে, ২০০৯ সালে একই অভিযোগ মঙ্গলকোট থানা এবং ২০১২ সালে উত্তরপাড়া থানা তাকে গ্রেফতার করেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement