চাইল্ড লাইনের চেষ্টায় উদ্ধার কিশোরী

চার বছর ধরে নিখোঁজ এক কিশোরীকে বাড়ি ফেরাল হুগলি জে‌লা চাইল্ড লাইন। সূত্রের খবর, গত মার্চ মাসের গোড়ায় বছর চোদ্দোর ওই কিশোরী উত্তরপাড়ায় রেললাইনের ধারে ঘোরাঘুরি করছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উত্তরপাড়া শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০২:১১
Share:

চার বছর ধরে নিখোঁজ এক কিশোরীকে বাড়ি ফেরাল হুগলি জে‌লা চাইল্ড লাইন।

Advertisement

সূত্রের খবর, গত মার্চ মাসের গোড়ায় বছর চোদ্দোর ওই কিশোরী উত্তরপাড়ায় রেললাইনের ধারে ঘোরাঘুরি করছিল। এলাকারই কিছু লোক মেয়েটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। এর পরে প্রশাসনের মধ্যস্থতায় মেয়েটিকে জেলারই একটি হোমে রাখা হয়। চাইল্ড লাইনের আধিকারিকরা তার কাউন্সেলিং শুরু করেন। অসমিয়া ভাষায় মেয়েটি জানায়, তার নাম রাধিকা শবর। বাড়ি অসমের টিটাবর এলাকায়। তবে, এর বেশি তথ্য অবশ্য সে দিতে পারেনি।

এর পরে হুগলির চাইল্ড লাইনের তরফে অসমের যোরহাট জেলার চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানকার চাইল্ড লাইনের আধিকারিকরা খোঁজ নিয়ে মেয়েটির মামা-মামির সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানতে পারেন, ছোটবেলাতেই মেয়েটির বাবা-মা মারা যান। সে কাকা-কাকিমার কাছে থাকত। স্কুলে পড়ত। চার বছর আগে পঞ্চায়েত ভোটের দিন সে নিখোঁজ হয়ে যায়। তবে এই চার বছর মেয়েটি কোথায় ছিল, তা জানা যায়নি। রাধিকা নিজেও এ ব্যাপারে কিছু বলতে পারেনি।

Advertisement

হুগলি জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর গোপীবল্লভ শ্যামল বলেন, ‘‘মঙ্গলবার আমাদের দফতরের আধিকারিকরা অসমে গিয়ে মেয়েটিকে মামা-মামির হাতে তুলে দিয়ে আসেন। আমরা খুশি।’’ গোপীবল্লভবাবু জানান, রাধিকার মামা-মামি টিটাবরের একটি চা বাগানের শ্রমিক। তাঁদের অবস্থা স্বচ্ছ্বল নয়। তবে তাঁরা মেয়েটির দায়িত্ব নিতে অস্বীকার করেননি। ওই জেলার চাইল্ড লাইন মেয়েটির দিকে নজর রাখবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement