সামনেই ছাত্র সংসদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে যাতে গোলমাল না হয় এবং বহিরাগতরা যাতে কলেজে ঢুকে অশান্তি না করতে পারে, তারই দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন ছাত্রছাত্রীরা। অথচ সেই স্মারকলিপি দেওয়া নিয়েই দু’দল ছাত্রের মধ্যে বেধে গেল মারপিট। সোমবার ঘটনাটি ঘটে হুগলির চন্দননগর কলেজে। একটা সময় গোলমাল কলেজ চত্বর ছাড়িয়ে রাস্তায় নেমে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ই জানুয়ারি নির্বাচনের জন্য মনোনয়ন জমার দিন ধার্য হয়েছে। কলেজে তার প্রস্তুতিও শুরু হয়েছে। এ দিন বিকেলে কলেজে বহিরাগতদের আনাগোনা বন্ধ করতে একদল ছাত্রছাত্রী অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে গেলে আর এক দল ছাত্রছাত্রীর সঙ্গে বচসা বাধে। দু’দলই মারপিটে জড়িয়ে পড়ে। কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সদস্যদের অভিযোগ, নির্বাচনে বিঘ্ন ঘটাতে একদল বহিরাগত কলেজে ঢুকে অশান্তি বাধানোর চেষ্টা করছে। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শান্তনু মজুমদার বলেন, ‘‘কয়েকদিন পরেই কলেজ নির্বাচনের মনোনয়ন জমা শুরু হবে। তার আগে থেকেই বহিরাগত কিছু যুবক কলেজে ঢুকে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। এ দিন তারই প্রতিবাদ করতে গেলে আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা হয়।’’