জিরাটে বিষক্রিয়ায় অসুস্থ পাঁচ বালক

গঙ্গার ধারে একটি ইটভাটার পাশ থেকে পাঁচ জন বালককে অসুস্থ অবস্থায় উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে হুগলির বলাগড়ের জিরাট হাটতলায়।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০১:৩৭
Share:

গঙ্গার ধারে একটি ইটভাটার পাশ থেকে পাঁচ জন বালককে অসুস্থ অবস্থায় উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে হুগলির বলাগড়ের জিরাট হাটতলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকাল পাঁচটা নাগাদ ইটভাটার শ্রমিকরা গঙ্গায় স্নান করতে গিয়ে পাঁচ জন বালককে অসুস্থ অবস্থায় ঘাটে শুয়ে ছটফট থাকতে দেখেন। বাসিন্দারা তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। অসুস্থরা ওই ইটভাটার শ্রমিকদেরই সন্তান। চিকিৎসকদের অনুমান, বিষক্রিয়ার কারণেই এই অসুস্থতা। এ দিন রাতে ইমামবাড়া হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে যান সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য হাসপাতাল সুপারের নেতৃত্বে পাঁচ জন চিকিৎসকের একটি দল তৈরি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement