অর্থলগ্নি সংস্থা খুলে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। বুধবার উত্তর ২৪ পরগনার বারাসতের ফ্ল্যাট থেকে তাঁকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম রাজকুমার দাস। তাঁর আসল বাড়ি পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে। পরে বারাসতে ফ্ল্যাট কেনেন। ধৃতকে বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁকে আট দিন পুলিশ হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে রাজকুমার পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে ‘আইডিয়াল ইন্ডিয়ান ফিনান্স লিমিটেড’ নামে একটি অর্থলগ্নি সংস্থা খোলেন। কিছু দিনের মধ্যে ব্যবসা বাড়ে। হুগলির কানাইপুরে তাঁর শ্বশুরবাড়ি। বছর কয়েক আগে সেখানেও ব্যবসা শুরু করেন তিনি। কোন্নগর, কানাইপুর-সহ উত্তরপাড়া থানা এলাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা ওই সংস্থায় টাকা জমা রাখেন। কিন্তু মেয়াদ পেরিয়ে গেলেও বহু মানুষ টাকা ফেরত পাননি বলে অভিযোগ। ২০১৪ সালে আমানতকারীদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে উত্তরপাড়া থানায় মামলা দায়ের করা হয়।
তদন্তকারী অফিসারদের দাবি, পুলিশে অভিযোগ হওয়ার পর থেকেই ফেরার ছিল রাজকুমার। সূত্র মারফত খবর পেয়ে বুধবার রাতে উত্তরপাড়া থানার আইসি মধুসূদন মুখোপাধ্যায় বারাসতে রাজকুমারের ফ্ল্যাটে হানা দেন। জেরায় ধৃত জানান, আমানতকারীদের টাকা তিনি শেয়ার বাজারে খাটিয়েছেন। কিন্তু সেখানে লোকসান হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি।
জেলা পুলিশের এক কর্তা জানান, প্রাথমিক ভাবে আমানতকারীদের থেকে যে হিসেব পাওয়া গিয়েছে তাতে ওই সংস্থাটি বাজার থেকে কোটি টাকার বেশি তুলেছিল। ধৃতের থেকে পাওয়া সব নথি খুঁটিয়ে পরীক্ষা করা হবে। ধৃতের সঙ্গে আর কে কে রয়েছে সেটি জানার চেষ্টা চলছে।