হাওড়ায় জাল মদ কারখানার হদিশ পেল পুলিশ, গ্রেফতার এক

ঘনবসতিপূর্ণ এলাকায় চলছিল জাল বিলিতি মদ তৈরির কারখানা। সেই মদ বিক্রি হচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলায়। বিশেষ সূত্রে খবর পেয়ে বুধবার হাওড়ার উত্তর উনসানিতে এমনই একটি কারখানায় যৌথ অভিযান চালাল দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া পুলিশ। উদ্ধার হল কয়েক হাজার লিটার জাল মদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ২২:২১
Share:

ভেজাল মদ। হাওড়ায় নিজস্ব চিত্র।

ঘনবসতিপূর্ণ এলাকায় চলছিল জাল বিলিতি মদ তৈরির কারখানা। সেই মদ বিক্রি হচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলায়। বিশেষ সূত্রে খবর পেয়ে বুধবার হাওড়ার উত্তর উনসানিতে এমনই একটি কারখানায় যৌথ অভিযান চালাল দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া পুলিশ। উদ্ধার হল কয়েক হাজার লিটার জাল মদ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন সরকার অনুমোদিত মদের দোকানে জাল মদ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ আসছিল পুলিশ ও আবগারি দফতরে। এর ওপর ওই জেলার কুলতলিতে বিষ মদে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে পুলিশ প্রথমেই তিন জন জাল মদ বিক্রেতাকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর হাওড়ার উনসানিতে ওই জাল মদ তৈরির কারখানার হদিস পায় তদন্তকারীরা। এর পরেই এ দিন দুপুরে ওই কারখানায় হাওড়া গ্রামীণ পুলিশ ও হাওড়া সিটি পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় দক্ষিণ ২৪ পরগনার পুলিশ। উদ্ধার হয় কয়েক হাজার লিটার জাল মদ। কারখানা থেকে গ্রেফতার করা হয় বলবীর সিংহ নামে এক কর্মীকে। হাওড়ার পুলিশ সুপার (গ্রামীন) সুকেশ জৈন বলেন, ‘‘ওই কারখানা থেকে প্রায় ২০০ পেটি ভর্তি জাল মদের বোতল উদ্ধার হয়েছে। বিভিন্ন জেলায় যে ভাবে জাল মদের কারবার ছড়িয়ে পড়ছে তা রুখতে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই জায়গায় যে মদ তৈরি হত তার প্রমাণও পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণ মদ তৈরির কাঁচা মাল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement