চণ্ডীতলায় খালের জলে মাথা কাটা দেহ উদ্ধার

পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১৫:৫৪
Share:

দেহ উদ্ধার করতে এসেছে পুলিশ। নিজস্ব চিত্র।

খাল থেকে মাথা কাটা দেহ উদ্ধার হল হুগলির চণ্ডীতলায়। ওই দেহ উদ্ধারের পর চণ্ডীতলার কুমিড়মোরা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে খালের জলে দেহটি ভাসতে দেখেন। খবর দেওয়া হয় চণ্ডীতলা থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়।

Advertisement

ওই দেহ জল থেকে তোলার পর দেখা যায় মাথা নেই। দুই হাতেই কব্জির তলা থেকে কাটা। স্থানীয় বাসিন্দা সেখ সাহানুর বলেন, ‘‘দেহটি খালে পরে আছে দেখে পুলিশকে আমরা খবর দিই। কিন্তু মাথা না থাকায় মৃত ব্যক্তিকে চিনতে পারিনি।’’ পুলিশের অনুমান, বাইরে থেকে খুন করে দেহ কুমিড়মোরার খালে ফেলা হয়েছে। মৃতের পরিচয় জানতে বিভিন্ন থানায় খবর পাঠানো হচ্ছে বলে জানিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement