গোষ্ঠীদ্বন্দ্বে পঞ্চায়েতে হার সিপিএমের

সিপিএমে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাদের দখলে থাকা সাঁকরাইলের নলপুর পঞ্চায়েতটি হাতছাড়া হল। এই পঞ্চায়েতের মোট ১৬ জন সদস্যের মধ্যে সিপিএমের সদস্য ১০ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ০৮:৪৪
Share:

সিপিএমে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাদের দখলে থাকা সাঁকরাইলের নলপুর পঞ্চায়েতটি হাতছাড়া হল। এই পঞ্চায়েতের মোট ১৬ জন সদস্যের মধ্যে সিপিএমের সদস্য ১০ জন। তৃণমূলে সদস্য ৫ জন ও কংগ্রেসের ১ জন। তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের উপরে মঙ্গলবার ভোটাভুটি হয়। তাতে সিপিএমের প্রধান ১০-০ ভোটে হেরে যান। ভোটাভুটির ফলে দেখা যায় কংগ্রেস, তৃণমূল এবং সিপিএমের চার জন সদস্য প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তবে এ দিন সিপিএমের প্রধান এবং তাঁর পাঁচ অনুগামী ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি বলে পঞ্চায়েত সূত্র খবর। প্রধান নীলিমা নাথ বলেন, ‘‘আমাদের দলের কিছু সদস্যকে লোভ দেখিয়ে তৃণমূল তাদের পক্ষে নিয়ে চলে যায়। সেই কারণেই আমি এ দিন যাইনি।’’ যে ৪ সিপিএম সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তাঁদের মধ্যে শেখ সইদ মল্লিক বলেন, ‘‘কোনও লোভ নয়। তৃণমূলের উন্নয়নের কাজে শরিক হতেই তাদেরকে সমর্থন করেছি।’’ অন্য দিকে, জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের নিহার চক্রবর্তী। পাঁচলা বিধানসভাকেন্দ্রের অন্তর্গত এই পঞ্চায়েত তৃণমূলের দখলেই ছিল। প্রধান ছিলেন নয়নতারা শেখ। বিধানসভা নির্বাচনের সময় তাঁর বিরুদ্ধে দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ ওঠায় দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। বিধানসভা ভোটের ফল বেরনোর পরে প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে দলেই লোকেরা অনাস্থা প্রস্তাব আনেন। শেষ পর্যন্ত পদত্যাগ করেন নয়নতারা শেখ। মঙ্গলবার নতুন প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান নীহারবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement