বাড়ি থেকে ডেকে নিয়ে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে পূর্বাচলপল্লিতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চাঁপদানি বিধানসভা কেন্দ্রের পূর্বাচলপল্লির বাসিন্দা সিপিএম কর্মী সুদেব পালচৌধুরীকে রবিবার সন্ধ্যায় পরিচিত জনা সাতেক যুবক বাড়িতে ডাকতে আসে। অভিযোগ তারা দরজায় লাথি মেরে ডাকাডাকি করতে থাকে। সুদেববাবু দরজা খুলে বাইরে আসতেই প্রথমে হামলাকারীরা তাঁকে সিপিএম করার ‘অপরাধে’ হুমকি দেয়। গালিগালাজ করতে থাকে। তারা দাবি করে, সিপিএম ছেড়ে সুদেববাবুকে তৃণমূল করতে হবে। তবে এ দিনই প্রথম নয়, এর আগেও গত মাসে তাঁকে কাটাডাঙা এলাকায় কয়েকজন তৃণমূল কর্মী রাস্তায় আটকে হুমকি দেয় যে ওই এলাকা দিয়ে যাতায়াত করা যাবে না। সুদেববাবু জানান, তারপর থেকে লাগাতর হুমকি চলায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শেষ পর্যন্ত এ দিন তারা হামলা চালায়।
তাঁর অভিযোগ, এদিন দরজা খোলামাত্র সুরজিৎ সরকার নামে এক পরিচিত যুবক ভোজালি নিয়ে তাঁকে আক্রমণ করে। সঙ্গে চলতে থাকে চড়, কিল ঘুঁসি। ভোজালি দিয়ে কোপানোর চেষ্টা করলে বাধা দেন তিনি। তাঁকে বাড়ির সামনে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। তাঁর ডান পায়ে ভোজালির কোপ মারা হয়। ভাইকে এ ভাবে মারতে দেখে সুদেববাবুর দাদা বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁকেও রেহাই দেয়নি হামলাকারীরা। এমনকী দুই ছেলেকে বাঁচাতে ৭৫ বছরের বৃদ্ধ বাবা বেরিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এবং স্থানীয় সিপিএম এবং কংগ্রেস কর্মীরা ছুটে এলে হামলাকারীরা পালায়। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাতেই থানায় যান সিপিএম এবং কংগ্রেস কর্মীরা। সুরজিৎ সরকার সহ কয়েকজনের নামে তাঁর উপর হামলার অভিযোগ দায়ের করেন সুদেববাবু। পাল্টা হামলাকারীদের পক্ষ থেকে সুদেববাবুর বিরুদ্ধেও মারধরের অভিযোগ দায়ের করা হয়। পুলিশের এক পদস্থ কর্তা জানান, দু’পক্ষের অভিযোগ জমা পড়েছে। ঘটনাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রতিবাদে চাঁপদানি বিধানসভাকেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবদুল মান্নান সোমবার সকালে সিপিএম নেতাদের সঙ্গে সুদেববাবুর বাড়িতে যান। এ দিন সিপিএমের পক্ষ থেকে এই ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলেও পুলিশ তার অনুমতি দেয়নি। সিপিএমের স্থানীয় লোকাল কমিটির সম্পাদক ধ্রুব দাস শূর বলেন, ‘‘রাজ্য জুড়ে বিরোধীদের উপর শাসকদল যে হামলা চালাচ্ছে, সুদেবের উপর আক্রমণ ফের তা প্রমাণ করল। এ ভাবে তৃণমূল এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।’’
চাঁপদানির পুরপ্রধান তৃণমূলের সুরেশ মিশ্র বলেন, ‘‘এমন একটা ঘটনা কানে এসেছে। তবে অস্তিত্ব টিকিয়ে রাখতেই সিপিএম নিজেদের মধ্যে গোলমাল করে আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তবু আমাদের দলের কোনও সদস্য এই ঘটনায় যুক্ত থাকলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’’