পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি, অভিযুক্ত সিপিএম

তৃণমূলের পোস্টারে কালি মাখানো ও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। আরামবাগের ৫ নম্বর ওয়ার্ডের বেনেপুকুরের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০২:৫১
Share:

তৃণমূলের পোস্টারে কালি মাখানো ও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। আরামবাগের ৫ নম্বর ওয়ার্ডের বেনেপুকুরের ঘটনা। মঙ্গলবার সকালে বিষয়টি দেখে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল।

Advertisement

দলের ব্লক সভাপতি স্বপন নন্দীর অভিযোগ, ‘‘সিপিএম নোংরামি শুরু করেছে। কয়েকদিন আগে বাছানড়িতেও এমন কাণ্ড করেছিল। এ বার খোদ মহকুমাশহরেই আমাদের নির্বাচনী পোস্টারে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রার্থী কৃষ্ণচন্দ্র সাঁতরার ছবিরতে কালি মাখিয়ে দিয়েছে।’’

অভিযোগ অস্বীকার করে সিপিএমের আরামবাগ জোনাল সম্পাদক পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওই ধরনের ঘৃণ্য কাজ আমাদের দলের কেউ করবে না। শুধুমাত্র আমাদের দলের সক্রিয় কর্মীদের ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে তৃণমূলের লোকজন নিজেরাই ওই কাজ করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’’ অন্য দিকে সোমবার রাতে আরামবাগের আরান্ডি ১ অঞ্চলের ধামসা এবং সাতমাসা গ্রামে সিপিএম সমর্থক অধ্যুষিত পাড়াগুলিতে তৃণমূলের মোটরবাইক বাহিনী গিয়ে হুমকি দেয় বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে সিপিএম। দু’টি ক্ষেত্রেই এ দিন সকালে তদন্তে যায় কমিশনের ফ্লাইং স্কোয়াড। আরামবাগের মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার প্রতুলকুমার বসু বলেন, ‘‘ফ্লাইং স্কোয়াডের তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement