প্রতীকী ছবি
করোনা মোকাবিলায় এবং বর্তমান পরিস্থিতিতে তৈরি হওয়া বিভিন্ন সমস্যার সমাধানে হুগলিতে জেলা, পুরসভা এবং ব্লকস্তরে সর্বদল বৈঠকের দাবি জানাল বামেরা।
বৃহস্পতিবার সিপিএমের হুগলি জেলা কমিটির তরফে শ্রীরামপুরের মহকুমাশাসক সম্রাট চক্রবর্তীকে দেওয়া এক স্মারকলিপিতে ওই দাবি জানানো হয়। সাধারণ নাগরিক, কৃষক এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা মেটানোর বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।
স্মারকলিপিতে সিপিএম নেতৃত্ব দাবি করেন, করোনাভাইরাস সংক্রান্ত জেলার যাবতীয় তথ্য প্রতিদিন প্রচার করতে হবে। শ্রীরামপুর মহকুমায় করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষাকেন্দ্র খুলতে হবে। সর্বদল বৈঠক করে উদ্ভুত পরিস্থিতিতে তৈরি সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এর পাশাপাশি তাঁদের বক্তব্য, সব মানুষকে বিনামূল্যে রেশনের মাধ্যমে খাদ্যসামগ্রী দিতে হবে। কার্ড না থাকলোও প্রত্যেকে যাতে রেশনের সুবিধা পান, সেই ব্যবস্থা করতে হবে। চাল-গমের পাশাপাশি রেশনে ভোজ্য তেল এবং ডাল দিতে হবে। ত্রাণ বিলিতে দলবাজির অভিযোগও তোলেন সিপিএম নেতৃত্ব।
জেলা সিপিএম নেতা তীর্থঙ্কর রায় বলেন, ‘‘লকডাউনে শিথিলতা দেখা যাচ্ছে। সকালে বাজার-দোকানে যে ভাবে মানুষের ভিড় উপচে পড়ছে, তাতে সংক্রমণের আশঙ্কা থাকছে। প্রশাসন এই দিকটায় নজর দিক।’’ আন্দোলনকারীদের বক্তব্য, বহু জায়গায় স্থানীয় চিকিৎসকেরা নিজেদের চেম্বারে বসছেন না। তার ফলে রোগীদের হয়রানি হচ্ছে। সাধারণ রোগের চিকিৎসা করাতে তাঁরা নাকাল হচ্ছেন। প্রত্যেক চিকিৎসক যাতে আগের মতোই ‘চেম্বার’ খুলে রোগী দেখেন, সেই ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।