টুকরো খবর

গত শনিবার থেকে ছেলে নুর আলমের কোনও খবর পাচ্ছেন না শেখ জাকির হোসেন। জম্মু-কাশ্মীরের শ্রীনগরে জরির কাজ করতে গিয়ে কয়েক বছর ধরেই সেখানে রয়েছেন হাওড়ার জগবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর গ্রামের বাসিন্দা নুর আলম।

Advertisement
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৮
Share:

ছেলের খবর না পেয়ে দুশ্চিন্তায় জাকির

Advertisement

নিজস্ব সংবাদদাতা • জগবল্লভপুর

গত শনিবার থেকে ছেলে নুর আলমের কোনও খবর পাচ্ছেন না শেখ জাকির হোসেন। জম্মু-কাশ্মীরের শ্রীনগরে জরির কাজ করতে গিয়ে কয়েক বছর ধরেই সেখানে রয়েছেন হাওড়ার জগবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর গ্রামের বাসিন্দা নুর আলম। টিভিটে গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরের ভয়ঙ্কর বন্যার খবর-ছবি দেখে ছেলের জন্য দুশ্চিন্তায় রয়েছেন জাকির। বার বার চেষ্টা করেও ছেলের সঙ্গে বা ছেলে যেখানে কাজ করত সেখানে কোনওরকম যোগাযোগ করতে পারেননি তিনি। বললেন, “কী করব বুঝতে পারছি না, খবরের কাগজে দেখছি ওখানে বন্যা হয়েছে। ছেলে কেমন আছে জানি না। কোনও খবর নেই। খুবই দুশ্চিন্তায় আছি।’’ জাকির জানান, গ্রামেরই বাসিন্দা নুরুল হুদা জনাতিরিশ যুবককে নিয়ে শ্রীনগরে গিয়েছেন। তাঁর সঙ্গেই গিয়েছেন নুর আলম। সকলেই জরির কারিগর। অন্যদিকে, নুরুল হুদার জামাই শেখ সুরাবর্দিও এই অবস্থায় শ্বশুরের কোনও খবর না পেয়ে চিন্তিত। বললেন, ‘‘বন্যার খবর যা দেখছি, তাতে চিন্তা হচ্ছে।’’ নুরুল হুদার সঙ্গে যাওয়া লোকজনের মধ্যে পাঁচজন মহিলা এবং পাঁচ শিশুও রয়েছে। তাঁদের পরিবারও কোনও খোঁজ পাননি। যদি কোনও খোঁজ মেলে এই আশায় এ দিন তাঁরা ভিড় করেছিলেন জগবল্লভপুর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে। সমিতির সভাপতি শেখ ইব্রাহিম বলেন, ‘‘দক্ষিণ সন্তোষপুর গ্রামের যে সব মানুষ শ্রীনগরে গিয়েছেন, তাঁদের বিস্তারিত তালিকা মুখ্যমন্ত্রীর দফতর-সহ বিভিন্ন মহলে পাঠিয়েছি। সমিতির তরফেও শ্রীনগরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।”

Advertisement

বিজেপির সভায় হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর

বিজেপি কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সূত্রে জানানো হয়েছে, বুধবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুরের সিঙটি গ্রামে দলীয় কর্মশালা হচ্ছিল। হাজির ছিলেন স্থানীয় কর্মী-নেতারা। বিজেপি-র অভিযোগ, আচমকা তৃণমূলের একদল কর্মী-সমর্থক কর্মশালায় হাজির হয়ে তাদের কর্মীদের উপরে লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মারধর করে। বিজেপির হাওড়া জেলা সভাপতি (গ্রামীণ) গৌতম রায় বলেন, ‘‘তৃণমূলের হামলায় আমাদের দলের ৬ জন কর্মী আহত হয়েছেন। তাঁদের উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলার জেরে কর্মশালাও ভণ্ডুল হয়ে যায়। পুলিশ এসে দলীয় কর্মীদের উদ্ধার করে। উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা বলেন, ‘‘বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।’’

হাটে জুয়ার আসর, ধৃত ১৩ শেওড়াফুলিতে

হাটের মধ্যেই রমরমিয়ে চলছিল জুয়া খেলা। সেই আসরে হানা দিয়ে ১৩ জনকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, ধৃতেরা সকলেই ব্যবসায়ী। জুয়ার আসর থেকে নগদ ৫২ হাজার টাকা উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শেওড়াফুলি হাটে। বহু দিন ধরেই এই হাটের মধ্যে জুয়া খেলা চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ। জামিনের আবেদন নামঞ্জুর করে সকলকেই ১৪ দিন জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, ধৃতদের অন্যতম সঞ্জিৎ ভকত পালের গোদা। সে নিজে ব্যবসায়ী। তার নেতৃত্বেই ওই হাটে নিয়মিত জুয়ার কারবার চলত।

বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘ জয়ী

বুধবার আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলে এ গ্রুপের খেলায় বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘ ২-০ গোলে খাটগ্রাম মনসামাতা ক্লাবকে হারায়। গোল দু’টি করেন হেমন্ত সাঁতরা। মঙ্গলবার ‘বি’ গ্রুপের খেলায় চাঁদপুর উদীয়মান কিশোর সঙ্ঘ এবং পশ্চিমপাড়া উদীয়মান কিশোর সঙ্ঘের খেলাটি ১-১ গোলে ড্র হয়। চাঁদপুরের পক্ষে গোল করেন লক্ষ্মী মান্ডি। পশ্চিমপাড়ার পক্ষে গোলদাতা শিবু হেমব্রম। খেলাটি হয় গোঘাটের শ্রীপুর মাঠে। শনিবার ‘বি’ গ্রুপের খেলায় ইন্দিরা সবুজ সঙ্ঘ ৪-২ গোলে হারায় চাঁদপুর উদীয়মান কিশোর সঙ্ঘকে।

পকেটমার ধৃত

মঙ্গলবার সন্ধ্যায় কামারপুকুরে এক বাসযাত্রীর মানিব্যাগ ছিনতাইয়ের সময় এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে অন্য যাত্রীরা। গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায় ধৃতের নাম কুতুবুদ্দিন খা।ঁ, বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। বুধবার তাকে আরামবাগ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

ব্যবসায়ীর টাকা ছিনতাই বৈদ্যবাটিতে

এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটির চক গোয়ালাপাড়ায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

বিশ্বকর্মা। চুঁচুড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement