আগ্নেয়াস্ত্র-সহ ধৃত চার
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর
আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। শনিবার রাতে বৈদ্যবাটি থেকে ধৃতদের নাম শেখ আখতার, জিৎ মুখোপাধ্যায়, শেখ সুরজ ও শেখ কাশেম। ধৃতদের রবিবার চন্দননগর আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রের খবর, কয়েকদিন আগে দিয়াড়ায় দুই স্বর্ণ ব্যাবসায়ীর কাছ থেকে সোনার গহনা, মোবাইল ছিনতাই করে কয়েকজন দুষ্কৃতী। সিঙ্গুর থানায় অভিযোগও দায়ের করা হয়। ধৃতদের রবিবার সিঙ্গুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। রবিবার সিঙ্গুরের খাসেরভেড়ির বাসিন্দা, তন্ময় দাস (১৮) নামে বেড়াবেড়ি সূর্যনারায়ণ হাইস্কুলের ওই ছাত্র বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান। পুলিশ জানায়, পুকুরে জাল ফেলার সময় পুকুরে পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চলন্ত বাসে আগুন
বাগনান থেকে কলকাতায় আসার পথে আগুন লেগে গেল সিটিসি-র একটি বাসে। তবে কেউই হতাহত হননি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার মনসাতলায় মুম্বই রোডে। দমকলকর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পুলিশ জানিয়েছে, বাগনান-ধর্মতলা রুটের সিটিসি বাসটি বেলা দেড়টা নাগাদ বাগনান থেকে রওনা দেয়। মিনিট ১৫ পরে মনসাতলায় পৌঁছলে বাসের ইঞ্জিন থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে বাস থামিয়ে চালক ও কন্ডাক্টর যাত্রীদের নেমে যেতে বলেন। নিজেরাও নেমে যান। বাসে জনা পঞ্চাশেক যাত্রী ছিলেন। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পরেই উলুবেড়িয়া থেকে দমকলকর্মী এসে পোঁছন। যদিও তার আগে ইঞ্জিন-সহ চালকের কেবিন ভস্মীভূত হয়ে যায়।-সুব্রত জানা।
রেস্তোরাঁ-মালিকের দেহ মিলল পুকুরে
একটি পুকুর থেকে আরামবাগের এক রেস্তোরাঁ-মালিকের দেহ উদ্ধার হল রবিবার সকালে। পুলিশ জানায়, মৃতের নাম স্বপন মোহন্ত (৫৮)। সাহাপুরের একটি পুকুর থেকে তাঁর দেহটি মেলে। ওই এলাকাতেই তাঁর বাড়ি। পুলিশের অনুমান, শনিবার রাতে মায়াপুরে তাঁর রেস্তোরাঁর কাজ সেরে সাইকেলে বাড়ি ফেরার পথে কোনও ভাবে পুকুরে পড়ে গিয়ে তিনি মারা যান। সকালে স্থানীয় মানুষ মৃতদেহটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। দেহটি ময়না-তদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠায় পুলিশ।
মদ-জুয়ার বিরুদ্ধে অভিযান, ধৃত ২৫
শনিবার রাতে আরামবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেআইনি মদের ব্যবসা এবং জুয়া চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, প্রায় ১০ হাজার লিটার চোলাই-সহ নানা সরঞ্জাম নষ্ট করা হয়েছে। চোলাই ঠেকগুলি থেকে গ্রেফতার করা হয় ২০ জনকে। আর পুর এলাকার কয়েকটি জুয়ার আড্ডা থেকে ধরা হয় ৫ জনকে। খানাকুলের পোল গ্রাম থেকে রামপদ মাজি নামে এক মদ ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ২৬ লিটার মদ উদ্ধার করা হয়।
ঈদে দেশে ফেরার অপেক্ষা। পেট্রাপোলে।
ঈদের বাজার। আরামবাগে মোহন দাসের তোলা ছবি।