টুকরো খবর

তিনতলার জানলার ফাঁক গলে কার্নিসে বেরিয়ে পড়েছিলেন ভবঘুরে এক মহিলা। সোমবার দুপুরে এর জেরে চাঞ্চল্য ছড়াল হাওড়া হাসপাতালে। দমকল সূত্রে খবর, এ দিন হাসপাতালের আয়ারা খাওয়া সেরে তিনতলার স্টোর রুমে থালা ধুতে ঢুকলে ওই রোগিণী জানলার ফাঁক গলে কার্নিসে বেরিয়ে পড়েন।

Advertisement
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৫ ০০:৩০
Share:

কার্নিসে মহিলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

তিনতলার জানলার ফাঁক গলে কার্নিসে বেরিয়ে পড়েছিলেন ভবঘুরে এক মহিলা। সোমবার দুপুরে এর জেরে চাঞ্চল্য ছড়াল হাওড়া হাসপাতালে। দমকল সূত্রে খবর, এ দিন হাসপাতালের আয়ারা খাওয়া সেরে তিনতলার স্টোর রুমে থালা ধুতে ঢুকলে ওই রোগিণী জানলার ফাঁক গলে কার্নিসে বেরিয়ে পড়েন। ওই সময়ে হাসপাতালে মেরামতির কাজ করছিলেন রাজমিস্ত্রিরা। তাঁদের মধ্যে দু’জন ভারা বেয়ে উঠে ওই মহিলাকে পড়ে যাওয়া থেকে আটকান। খবর পেয়ে দমকল এসে ওই মহিলাকে উদ্ধার করে।

Advertisement

ভোজ খেয়ে অসুস্থ ২০০
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

রবিবার রাতে আরামবাগের সালেপুরের মাঝপাড়ায় বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ২০০ জন। সকলেরই বমি-পায়খানা হতে থাকে। রাতে স্থানীয় হাতুড়ে চিকিত্‌সকেরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। সোমবার সকাল থেকেই ব্লক স্বাস্থ্য দফতরের চিকিত্‌সকেরা ঘটনাস্থলে গিয়ে চিকিত্‌সা শুরু করেন। এক জনকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। বিএমওএইচ অমিত দাসের অনুমান, “খাদ্যে বিষক্রিয়া থেকেই ওই ঘটনা।” তিনি জানান, খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পরই বিষয়টা পরিষ্কার হবে।

ধৃত আরও এক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সালকিয়ার অরূপ ভাণ্ডারী খুনের ঘটনায় ধরা পড়ল আর এক অভিযুক্ত লালবাহাদুর রাই ওরফে লাল। সোমবার সিআইডি অফিসারেরা দক্ষিণেশ্বর থেকে তাকে ধরেন। পুলিশের দাবি, লাল অরূপকে মারধরের ব্লু-প্রিন্ট তৈরি করে। এ দিন ধৃতের ১৪ দিন জেল হেফাজত হয়।

মিলল সেই হার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দু’দিন পরে সোমবার উদ্ধার হল সোনার হার। শনিবার বালির সাঁপুইপাড়া ষষ্ঠীতলায় এক বৃদ্ধার হার ছিনিয়ে গিলে ফেলে নরেন নামে ওই চোর। যা পাঁজরে আটকে যায়। দু’দিন পর প্রাতঃকৃত্যের সময়ে সেই হারটি বেরোয়।

নিয়মে পরিবর্তন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

পাসপোর্টে ঠিকানার প্রমাণপত্র জরুরি। এত দিন প্রমাণ হিসেবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাসবই নেওয়া হত। এ বার থেকে বেসরকারি ব্যাঙ্ক এমনকী গ্রামীণ ব্যাঙ্কের পাসবইও নেওয়া হবে। অনেকের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকায় নিয়মে পরিবর্তন।

তৃণমূলের পকেট ভরার উন্নয়ন হচ্ছে: বিমান

রাজ্যে উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের নেতারা হামেশাই নানা দাবি করেন। তাঁদের সেই দাবিকে ‘তৃণমূলের পকেট ভরার উন্নয়ন’ বলে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সম্প্রতি দলের প্রবীণ নেতা বিনোদ দাসের মৃত্যু হয় শ্রীরামপুরে। সোমবার রিষড়া রবীন্দ্রভবনে এ জন্য দলের পক্ষ থেকে এক শোকসভার আয়োজন করা হয়। সেখানেই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে বলতে গিয়ে ওই কটাক্ষ করেন বিমানবাবু। তিনি বলেন, “আমরা সরকারের উন্নয়নমূলক সব কাজে মানুষের স্বার্থে পাশে থাকতে চেয়েছিলাম। তবে এই সরকার জনবিরোধী। কোনও উন্নয়নের কাজেই তাদের কোনও আগ্রহ নেই। রাজ্যে এখন তৃণমূলের পকেট ভরার উন্নয়ন চলছে।” স্বাধীনতা সংগ্রামী বিনোদবাবু সম্পর্কে বিমানবাবু বলেন, “ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগঠিত করেছিলেন। তিনি ছিলেন জননেতা। প্রথা অনুযায়ী আমরা শোকসভা করি না। তবে, বিনোদদা ভিন্নধর্মী মানুষ ছিলেন। সেই সুবাদেই আমরা সবাই এখানে সমবেত হয়েছি।” বিমানবাবুকে সামনে পেয়ে তৃণমূলে কোনঠাসা মুকুল রায় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। বিমানবাবু বলেন, “বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ। তবে গণতান্ত্রিক দল হলে তার একটা ন্যূনতম রীতিনীতি থাকে। এখন ওদের দলে লড়াই লেগে গিয়েছে। দলের কে মালিক, সেই প্রশ্নে উঠছে। আপনাদেরও আরও অপেক্ষা করতে হবে, দলের কে মালিক হবেন তা নির্ধারিত না হওয়া পর্যন্ত।”

বধূ খুনের নালিশ, গ্রেফতার স্বামী

সাংসারিক অশান্তির জেরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে খানাকুলের রঞ্জিতবাটি গ্রামের বাসিন্দা মধুসূদন পান্ডা নামে ওই অভিযুক্তকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের স্ত্রী শম্পা পান্ডাকে (২৭) গত ২৪ ফেব্রুয়ারি অগ্নিদগ্ধ অবস্থায় কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার তিনি মারা যান। আগেই বধূর মা, বাগনানের খানপুরের বাসিন্দা রেখা সামন্ত থানায় মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন জামাই-সহ তাঁর শ্বশুরবাড়ির ছ’জনের বিরুদ্ধে। শম্পা মারা যাওয়ায় এ বার মধুসূদনের বিরুদ্ধে খুনের মামলাও রুজু হল। বাকি অভিযুক্তদেরও ধরা হবে বলে পুলিশ জানায়। সোমবার ধৃতকে আরামবাগ আদালতে পেশ করা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

অবস্থান শ্রমিকদের

বছর ছয়েক বন্ধ থাকার পর পুড়শুড়ার ডিহিবাতপুরে একটি হিমঘর চালুর প্রক্রিয়া চলছে। সেখানে নিয়োগের দাবিতে সোমবার ৯ জন পুরনো শ্রমিক অবস্থান করলেন হিমঘরের সামনে। তাঁদের দাবি, মালিকপক্ষ তাদের বাতিল করে নতুন কর্মী নিয়ে হিমঘর চালু করছেন। তাঁদের পাওনাও অনেক। আলেচনায় বসতে চাইলেও মালিকপক্ষ কণর্র্পাত করেননি। তাঁরা চান হিমঘর চালু হোক। কিন্তু পুরনো কর্মীদের বাতিল করে নয়।

আলুচাষির দেহ উদ্ধার পুরশুড়ায়

সোমবার পুড়শুড়ার শ্যামপুরে এক আলুচাষির মৃতদেহ মিলল তাঁর নিজেরই আলু খেত থেকে। পুলিশ জানায়, মৃতের নাম রথীন্দ্রনাথ মান্না (৫৬)। ঋণ এবং মেয়ের বিয়ে দেওয়ার বিষয় নিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই বিষ খেয়ে তিনি আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান।

প্রশাসনের নিষেধ, তবু এভাবেই রাস্তার ধারে ফেলে রাখা হয় ইমারতীর জিনিসপত্র।
উলুবেড়িয়া-গড়চুমুক রোডে তোলা নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement