বাবাকে খুনে অভিযুক্ত ছেলে
জমি-বাড়ি নিয়ে বিবাদের জেরে বাবাকে বঁটির বাট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় আরামবাগের রঘুনাথপুর এলাকার ঘটনা। নিহতের নাম রবীন্দ্রনাথ বাগ (৪৭)। পুলিশ জানায়, নিহতের ছেলে অভিযুক্ত দুলাল পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবার নামে থাকা জমি-বাড়ি কিছু দিন ধরেই নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল দুলাল। রবীন্দ্রনাথবাবু রাজি হননি। তা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ চলছিল। এ দিন ফের দু’জনের বচসা বাধে। দুলাল বঁটি নিয়ে বাবার উপরে চড়াও হওয়ার চেষ্টা করে। দুলালের মা লক্ষ্মীদেবী পুলিশের কাছে দায়ের করা লিখিত অভিযোগে জানিয়েছেন, সেই সময়ে তিনি ছেলের হাত থেকে বঁটি কেড়ে নিয়ে তার পাতটি আলাদা করে রেখে দেন। সেই সময়ে ছেলে চলে গেলেও মিনিট পনেরো পরে ফের বাবার উপরে বঁটির খুলে রাখা বাট নিয়ে চড়াও হয়। তাঁকে বেধড়ক মারতে থাকে। ঘটনাস্থলেই রবীন্দ্রনাথবাবুর মৃত্যু হয়।
পঞ্চায়েতে বৈঠক নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি ডোমজুড়ে
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড়
তৃণমূল কংগ্রেসের দু’টি গোষ্ঠীর মধ্যে মারপিট ও বোমাবাজি চলল যথেচ্ছভাবে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের কোলড়া ১ গ্রাম পঞ্চায়েতে। পুলিশ এবং র্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রসঙ্গত, এই গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল শাসিত। এ দিন প্রধান মাসুদ মণ্ডল পঞ্চায়েত কার্যালয়েই একটি বৈঠক ডেকেছিলেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় নিজে সেই বৈঠকে আসতে পারেননি। বিজেপির ও সিপিএমের একজন করে গ্রাম পঞ্চায়েত সদস্য এবং ডোমজুড় পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের এক সদস্য এদিনের বৈঠকে যোগ দিতে আসেন। তিনি মাসুদের অনুগামী। বৈঠক শেষ করে বেরিয়ে আসার মুখেই তাঁদের উপরে ঝাঁপিয়ে পড়ে মাসুদের বিরুদ্ধ গোষ্ঠী। উভয় পক্ষের মধ্যে বেধে যায় মারপিট, বোমাবাজি ও ইট বৃষ্টি। মাসুদের অভিযোগ, তাঁর বিরোধী গোষ্ঠীতে রয়েছেন ডোমজুড় পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য জামালুদ্দিন ও দলের কোলড়া অঞ্চল সভাপতি মেহরাজ মল্লিক। মাসুদ বলেন, “পঞ্চায়েতের কাজকর্ম ভণ্ডুল করে দিতে ওই দু’জনই এইসব করেছে।” অন্যদিকে জামালুদ্দিনের বক্তব্য, মাসুদ অগণতান্ত্রিকভাবে পঞ্চায়েতের কাজকর্ম চালাচ্ছেন। তাই তাঁরা প্রতিবাদ করেছেন। জামালুদ্দিন পাল্টা বক্তব্য, “প্রতিবাদ করতে এলে পঞ্চায়েত প্রধানের অনুগামীরাই আমাদের উপরে চড়াও হয়।”
কোথায় কী
বার্ষিক অনুষ্ঠান
হাওড়ার জয়পুরে পঞ্চানন রায় কলেজের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল। গত বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন মণ্ডল, আমতা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মিঠু বারুই, জেলা পরিষদ সদস্য রমেশ পাল প্রমুখ। তাঁদের সামনে সঙ্গীত পরিবেশন করেন কলেজের ছাত্রছাত্রীরা। তবে বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর গান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝুমা চট্টোপাধ্যায়।