রবিবার আমতায় ভারতী। —নিজস্ব চিত্র।
জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাঁর অভিযোগ, পুলিশ ঠিক মতো দায়িত্ব পালন করেনি বলেই এমন ঘটনার মুখোমুখি হতে হয় বিজেপি সভাপতিকে।
রবিবার হাওড়ার আমতায় একটি অনুষ্ঠানে অংশ নেন ভারতী। সেখানেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারতী বলেন, ‘‘এই ঘটনা পুলিশের উর্দির লজ্জা। পুলিশের উচিত ছিল উপযুক্ত আইন প্রয়োগ করে আশেপাশে থাকা সমস্ত মানুষকে ওই এলাকা থেকে হটিয়ে দেওয়া। কিন্তু তাঁরা তা করেননি। তাঁদের তলব করে একদম সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।’’
ভারতী আরও বলেন, ‘‘এখানকার তিন জন আইপিএস অফিসার জেপি নড্ডার কনভয় পাস করার দায়িত্বে থাকলেও তাঁরা কোনও কাজ করেননি। উচিত ছিল আগে থেকে লাঠিসোটা, পাথর এবং ভিড় সরিয়ে দেওয়া। অনেক পুলিশ অফিসার ডিউটিতে থাকলেও তৃণমূল কর্মীদের রাস্তা থেকে সরাননি।’’
পুলিশ আধিকারিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈলমর্দন করতে ব্যস্ত বলেও কটাক্ষ করেন ভারতী। তিনি বলেন, ‘‘অবিলম্বে এঁদের সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়া উচিত। পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকা এঁদের কাজ নয়।’’