Bengali Television

‘অতিথি চরিত্রে নয়’, ঘোষণা করেও কেন ‘আনন্দী’ ধারাবাহিকে ক্যামিও করছেন স্বীকৃতি?

বরাবর ছোট পর্দা তাঁকে নায়িকা চরিত্রে পেয়ে এসেছে। হঠাৎই স্বীকৃতি মজুমদার অতিথি চরিত্রে। কেন? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:৩৪
Share:

ধারাবাহিকে পুলিশের পোশাকে স্বীকৃতি মজুমদার। ছবি: ইনস্টাগ্রাম।

স্বীকৃতি মজুমদার ‘আইপিএস অমৃতা সরকার’। মেগা ধারাবাহিক ‘আনন্দী’তে রীতিমতো অ্যাকশন করছেন! লম্বা দোহারা গড়ন। মেদহীন শরীরে পুলিশের উর্দি ভাল মানিয়েছে, স্বীকৃতির অভিনয় দেখে সমাজমাধ্যমের মন্তব্য বাক্সে এমনই মতামত দর্শকের। অভিনেত্রীও কি ততটাই খুশি? ধারাবাহিকে মূলত এক চিকিৎসকের জীবন দেখানো হচ্ছে। সেখানে প্রশাসনিক ছায়া কেন? আরজি কর-কাণ্ড কি ধারাবাহিকে জায়গা করে নিচ্ছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন জানতে চেয়েছিল অভিনেত্রীর কাছে। প্রথম শীতে অল্প গলা ধরেছে তাঁর। তার উপরে টানা শুটিং চলছে। ব্যস্ততার মধ্যেই জবাব দিলেন, “গায়ে উর্দি ওঠার পর মনে হল, যেন দায়িত্ব বেড়ে গেল। একই সঙ্গে গর্বও হচ্ছিল। যদিও বাস্তবে এই ঘটনা ঘটলে বেশি খুশি হতাম।” ধারাবাহিকে বেশ কয়েক দিন ধরেই ‘আনন্দী’ অনুপস্থিত। তার খোঁজে আইপিএস অমৃতা সরকারকে নিয়োগ করা হয়েছে। “পর্দায় অ্যাকশন করব, অনেক দিনের ইচ্ছে। এই ধারাবাহিকে সেটা পূরণ হচ্ছে। এটাই চেয়েছিলাম।”

ভাগ্যিস লম্বাটে গড়ন আপনার...! প্রসঙ্গ তুলতেই তৃপ্তির হাসি স্বীকৃতির। বললেন, “উচ্চতা আর শারীরিক ফিটনেস এই ধরনের চরিত্রের জন্য প্রয়োজন। আমার দুটোই রয়েছে। সেটা প্লাস পয়েন্ট।” কিন্তু একের পর এক নায়িকার চরিত্রে অভিনয়ের পর হঠাৎ পার্শ্বচরিত্রে। তাও কম সময়ের জন্য। খারাপ লাগা কাজ করছে? অভিনেত্রীর বক্তব্য, “নিজেই বলেছিলাম, আপাতত পার্শ্বচরিত্র বা অতিথি চরিত্রে অভিনয় করব না। কিন্তু পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয়ের লোভ সামলাতে পারলাম না। ছোট পর্দায় ‘আইপিএস অমৃতা সরকার’ হিসেবে হাজির হলাম।” অভিনেত্রী এ-ও জানিয়েছেন, আগামীতে আর অতিথি চরিত্রে দেখা যাবে না তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement