লকেটকে অভিযোগ জানালেন আশা কর্মীরা

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগদ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় পান্ডুয়ায় দলীয় কার্যালয়ে সদস্য অভিযানের জন্য আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৯ ০১:২৬
Share:

হাজির: অনুষ্ঠানে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র

রাজ্য সরকারের উপর আস্থা হারিয়ে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিভিন্ন সমস্যা জানিয়ে লিখিত অভিযোগ জানালেন স্বাস্থ্য দফতরের আশা কর্মীরা।মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগদ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় পান্ডুয়ায় দলীয় কার্যালয়ে সদস্য অভিযানের জন্য আসেন। সেখানে আশা কর্মীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা বলেন। পান্ডুয়া ব্লকে প্রায় ৩১৭ জন আশা কর্মী রয়েছেন।

আশা কর্মী সুমিত্রা বিশ্বাস, তুলিকা ঘোষ, রমা ঘোষেরা জানান, তাঁদের দিনরাত কাজ করতে হয়। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রচারের কাজ তাঁরা করেন। এমনকী, গভীর রাতেও এলাকার গর্ভবতী মহিলাদের হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যেতে হয়। মহিলা হওয়া সত্ত্বেও তাঁদের নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই। তাঁরা কোনও সরকারি ছুটিও পান না। বেতন পান মাসে সাড়ে তিন হাজার টাকা। তাঁদের দাবি, বেতন বাড়ানোর পাশাপাশি তাঁদের স্থায়ী পদ দেওয়া হোক। এই বিষয়ে বিএমওএইচ, ব্লক আধিকারিকদের অনেকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে তাঁরা সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছে সমস্যার কথা তুলে ধরেন। আশা কর্মীরা জানান, সাংসদ অভিযোগ শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। পান্ডুয়া বিএমওএইচ শ্রীকান্ত চক্রবর্তী বলেন, ‘‘আশা কর্মীদের কিছু দাবি আছে। আমার কাছে কিছুদিন আগে আশা কর্মীরা অভিযোগপত্র দিয়েছিলেন। তাঁদের অভিযোগপত্র জেলা দফতরে পাঠিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement