পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে বাড়বে শয্যা
Pandua Rural Hospital

কৃতিত্ব দাবি করে আসরে সব পক্ষই

এই সিদ্ধান্ত জানাজানি হওয়ার পরেই কৃতিত্ব দাবি করে ময়দানে নেমেছে তৃণমূল।

Advertisement

সুশান্ত সরকার

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ০৪:৩১
Share:

পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল। ­

শাসকদলের দাবি, কৃতিত্ব তাদের। বিরোধী পক্ষের দাবি, তাদের ধারাবাহিক প্রচেষ্টাতেই সাফল্য এসেছে।

Advertisement

পান্ডুয়া গ্রামীণ হাসপাতালকে ১০০ শয্যার স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা হবে বলে জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে খবর। বিএমওএইচ (পান্ডুয়া) মেহবুব হোসেন বলেন, ‘‘পান্ডুয়া গ্রামীণ হাসপাতালকে একশো শয্যার হাসপাতাল করা হবে। এই মর্মে একটা ই-মেল পেয়েছি। তবে কী ভাবে এই কাজ করা হবে, তার বিস্তারিত কিছু দেওয়া নেই।’’

এই সিদ্ধান্ত জানাজানি হওয়ার পরেই কৃতিত্ব দাবি করে ময়দানে নেমেছে তৃণমূল। একই দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন পান্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেন। বিজেপির দাবি, তারাও ওই দাবিতে বহুবার আন্দোলন করেছেন। সকলেরই দাবি, তাঁরা উদ্যোগী হওয়ায় রাজ্য সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

আমজাদ ফেসবুকে লিখেছেন, পান্ডুয়া হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি ওই বিষয়ে (গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা) বিধানসভায় ‘প্রস্তাব’ দিয়েছিলেন তিনি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও চিঠিও দিয়েছিলেন।

আমজাদের ফেসবুক পোস্ট লাইক করেছেন পাঁচশোর বেশি নেটিজেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫৮ জন তাঁর ফেসবুক শেয়ার করেছেন। আমজাদবাবু জানান, বিধানসভায় তিনি বারবার হাসপাতালের উন্নয়নের জন্য দরবার করেছিলেন। সেই কারণেই তাঁর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

অন্য দিকে, চুপ করে বসে নেই তৃণমূলও। আমজাদের ফেসবুক পোস্ট নজরে এসেছে দলীয় নেতৃত্বের। এর পরে সাফল্যে ভাগ বসাতে তৎপর তাঁরাও। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের চম্পা হাজরার দাবি, ‘‘আমরাই সাধারণ মানুষের দাবি মেনে তিন বছর আগে হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ১০০ করার লিখিত আবেদন করেছিলাম। ব্লক অফিস থেকে শুরু করে জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতর— সব জায়গায় লিখিত আবেদন করেছিলাম। আমাদের সরকার গ্রামের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর। সেই কারণেই আমাদের আবেদন মঞ্জুর করেছে সরকার। বিরোধীরা ভুল প্রচার করছে।’’

২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদল হলেও পান্ডুয়ায় এখনও সিপিএমের প্রভাব যথেষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের ঠিক আগে পান্ডুয়া হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত শাসকদলের কর্মীদের বাড়তি উৎসাহ জোগাবে। সেটা বুঝে আগেভাগেই কৃতিত্ব দাবি করেছেন সিপিএম বিধায়ক। অন্য দিকে, আমজাদের বক্তব্য, ‘‘যা সত্য, ফেসবুকে তিনি সেটাই লিখেছেন।’’

বিজেপির পান্ডুয়া মণ্ডলের নেতা অশোক দত্ত বলেন, ‘‘পান্ডুয়া ব্লকে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। কোনও রোগী গেলেই তাঁকে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আমরা হাসপাতালের শয্যা বাড়ানোর জন্য বহুবার আন্দোলন করেছি। কিন্তু কোনও ফল হয়নি। সরকারে এলে পান্ডুয়া ব্লকের স্বাস্থ্য পরিষেবা উন্নত করব।’’

পান্ডুয়া ব্লকে ১৬টি পঞ্চায়েত রয়েছে। প্রায় তিন লক্ষ মানুষের বাস এই ব্লকে। চিকিৎসার জন্য ব্লক হাসপাতালই তাঁদের একমাত্র ভরসা। হাসপাতালে রোগীদের চাপ সামলানোর মতো পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসাকর্মী নেই। গ্রামীণ হাসপাতাল থেকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত হলে এক দিকে যেমন ওই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়বে, তেমনই বাড়বে পরিষেবার মানও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement