প্রশংসিত রাজ্যের কর মূল্যায়ন

সম্পত্তি কর মূল্যায়নের পদ্ধতি এবং পরিকাঠামোগত ব্যবস্থা দেখতে বুধবার রাজ্যে আসে উত্তরপ্রদেশের ‘বোর্ড ফর ডেভেলপমেন্ট অব মিউনিসিপ্যাল ফিনাসশিয়াল রিসোর্সেস’-এর চার সদস্যের প্রতিনিধি দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উত্তরপাড়া শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০১:৪১
Share:

উৎসাহিত: তরুণদের সঙ্গে প্রতিনিধি দল। —নিজস্ব চিত্র।

তৃণমূল শাসিত রাজ্যে এসে সম্পত্তি কর নির্ধারণ ব্যবস্থার প্রশংসা করে গেলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা। জানালেন, এখানকার অভিজ্ঞতা ওই রাজ্যে কাজে লাগাতে চান তাঁরা।

Advertisement

সম্পত্তি কর মূল্যায়নের পদ্ধতি এবং পরিকাঠামোগত ব্যবস্থা দেখতে বুধবার রাজ্যে আসে উত্তরপ্রদেশের ‘বোর্ড ফর ডেভেলপমেন্ট অব মিউনিসিপ্যাল ফিনাসশিয়াল রিসোর্সেস’-এর চার সদস্যের প্রতিনিধি দল। রাজ্যের ভ্যালুয়েশন বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনার পরে বিকেলে তারা আসেন উত্তরপাড়া পুরভবনে। এখানকার কর নির্ধারনের পদ্ধতি খতিয়ে দেখেন তাঁরা। পুরপ্রধান দিলীপ যাদব, অন্যান্য কাউন্সিলর, সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয় তাঁদের। এর পাশাপাশি পুরভবনে একটি অনুষ্ঠানও হয়।

স্বচ্ছ্বতা এবং যথাসম্ভব নির্ভুল পদ্ধতি অবলম্বন করতে সম্প্রতি উত্তরপাড়া পুর-কর্তৃপক্ষ কর মূল্যায়ন ব্যবস্থায় কিছু পরিবর্তন‌ আনেন। এর আগে পুরসভার কর্মীরাই সম্পত্তি কর মূল্যায়নের কাজ করতেন‌। কিন্তু তাঁদের প্রশিক্ষণ না থাকায় অনেক সময়েই কাজ নিয়ে প্রশ্ন উঠত। নয়া ব্যবস্থায় বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে সদ্য পাশ করা কিছু তরুণকে দিয়ে ওই কাজ করানো হচ্ছে। ফলে গোটা পদ্ধতি অনেক বেশি বিজ্ঞানসম্মত ভাবে হচ্ছে বলে পুর-কর্তৃপক্ষের দাবি। এ দিন উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট বোর্ডের সদস্যরা সেই কাজের খুঁটিনাটি নিয়ে কথা বলেন।

Advertisement

বোর্ডের চেয়ারম্যান রাকেশ গর্গ বলেন, ‘‘এখানকার কর মূল্যায়ণ ব্যবস্থা ভাল লেগেছে। অনেক কিছু এখান থেকে শিখলাম। আমাদের রাজ্যে তা কাজে লাগানোর চেষ্টা করা হবে।’’

বোর্ডের সদস্য শিবশঙ্কর সিংহ, রেখা গুপ্তরা জানান, এই রাজ্য তথা উত্তরপাড়ার কর মূল্যায়ন পদ্ধতি অনেক বেশি আধুনিক এবং বিজ্ঞানসম্মত। কোনও শহরকে এগিয়ে নিয়ে যেতে গেলে সুসংহত পদ্ধতিতে কর মূল্যায়ণ করা জরুরি। এখানে সেই কাজটাই সঠিক ভাবে হচ্ছে বলে তাঁদের মনে হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement