জেলা আদালত চত্বরে মেডিক্যাল ইউনিট। নিজস্ব চিত্র।
হুগলি জেলা আদালতে চত্বরেই খুলে গেল একটি মেডিক্যাল ইউনিট। শুক্রবার এই মেডিক্যাল ইউনিটের উদ্বোধন করেন হুগলি জেলা জজ শুভ্রশঙ্কর ভট্ট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও এই মেডিক্যাল ইউনিটটি থাকবে বলে জানানো হয়েছে।
জেলা জজ জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে আদালত চলছে। এই সময় আদালতের ভিতরে একটা মেডিকেল ইউনিট খুব প্রয়োজন ছিল। বিষয়টি নিয়ে সিএমওএইচকে অনুরোধ করা হয়। তার পর শুক্রবার থেকে চালু হয়ে গেল এই মেডিক্যাল ইউনিট।
মেডিক্যাল ইউনিটটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলার সিএমওএইচ শুভ্রাংশু চক্রবর্তী জেলা আদালতের পিপি শঙ্কর গঙ্গোপাধ্যায় এপিপি মৃন্ময় মজুমদার বার এ্যাসোসিয়েশনের সভাপতি সুকান্ত চৌধুরী ও সম্পাদকরা শুভাশিস চন্দ্র।
করোনা চলে গেলেও আদালত চত্বরে থাকবে এই ইউনিটটি। প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ছুটির দিন বন্ধ। প্রতিদিনি এক জন চিকিত্সক এবং এক জন নার্স থাকবেন। আদালতের বিচারক আইনজীবী কর্মচারী থেকে বিচারপ্রার্থী সবাই এই ক্লিনিকের সুবিধা পাবেন।
ইউনিটের এক চিকিত্সক শাশ্বত দালাল জানিয়েছেন, এখানে সুগার প্রেশার পরীক্ষা ছাড়াও প্রাথমিক চিকিত্সা মিলবে। এমনকি আদালত চত্বরে এসে কেউ গুরুতর অসুস্থ হয়ে গেলে তাঁকে জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকছে।