Hooghly

‘খেলাঘরে’ আগুন, পান্ডুয়ায় ঝলসে মৃত্যু হল ৪ বছরের শিশুর

মৃত শিশুর বাবার অভিযোগ, তাঁর ছেলেকে কেউ দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হুগলি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ২০:০২
Share:

মৃত অনিকেতের পরিজনেরা— নিজস্ব চিত্র।

হুগলির পান্ডুয়ায় আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু হল চার বছরের এক শিশুর। স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালে বৈঁচি দুলেপাড়ায় নিজের বাড়ির সামনে অনিকেত মালিক নামে ওই শিশু খড়কুটোর ঘর বানিয়ে খেলা করছিল। অনুমান, সেই ‘খেলাঘরে’ আচমকা আগুন লেগে ঝলসে যায় তার দেহ।

Advertisement

অনিকেতের বাবা দেবরাজ মালিক পেশায় দিনমজুর। তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। দেবরাজের অভিযোগ, তাঁর ছেলেকে কেউ দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখতে পারে। তিনি বলেন, ‘‘না হলে ও যা ছটফটে ছেলে, আগুন লাগলেই তো ছুটে পালিয়ে যাওয়ার কথা।’’

মৃত শিশুর মা অর্চনা মালিক সে সময় বাড়িতে থাকলেও ছেলের দুর্ঘটনার কথা জানতে পারেননি। তিনি বলেন, ‘‘প্রতিদিনই প্রতিবেশী শিশুদের সঙ্গে অনিকেত খেলা করত। কোনওদিন দুর্ঘটনা ঘটেনি। অনেকে বলছে, রান্নাবাটি খেলার জন্য আগুন জ্বালানো হয়েছিল।’’

Advertisement

প্রতিবেশী মিলন মালিক বলেন, ‘‘কী করে আগুন লাগল, বুঝতে পারিনি। আগুন জ্বলছে দেখতে পাওয়ার পরেই ছুটে গিয়েছিলাম। বেরিয়ে দেখি অনেক লোক জড়ো হয়েছে। প্রথমে বোঝাই যায়নি কেউ ওই আগুনে পুড়ে গিয়েছে। কাছেই কয়েকটি বাচ্চা খেলা করছিল।’’

অনিকেতের দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামাবাড়া হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। সেখানে দেহের ময়না তদন্ত হয়। কী করে আগুন লাগল, রান্না-বাটি খেলতে গিয়ে আগুন জ্বালানোয় ঘটনা না কি কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে,সে সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল, খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement