সপ্তাহ কয়েক আগে বাগনানের টেঁপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তিন বছরের শিশুর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার হুমকি দিয়ে লুঠপাট চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় রবিবার রাতে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃত শেখ সাইফুল ওরফে সনু টেঁপুরেরই বাসিন্দা। বাকি স্বদেশ তাঁতি, নিমাই হালদার এবং পিন্টু রায়ের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চণ্ডীপুরে।
পুলিশের দাবি, জেরায় ধৃতেরা অপরাধের কথা কবুল করেছে। ২০১২ সালে সাইফুল একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল। বাকিরা উলুবেড়িয়ায় একটি ডাকাতির ঘটনায় জড়িত ছিল। উলুবেড়িয়া জেলে তাদের পরিচয়। সেখানেই ডাকাতির পরিকল্পনা করে তারা। জামিনে ছাড়া পেয়ে তারা ওই ডাকাতি করে। সাইফুলের মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে তাকে ধরা হয়। তাকে জেরা করে বাকি তিন জনের খোঁজ মেলে। ওই দলের আরও ছ’জনের খোঁজ চলছে বলে জানিয়েছেন হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার সুকেশ জৈন। ধৃতদের সোমবার উলুবেড়িয়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে খবর, টেঁপুরের ব্যবসায়ী সাইফুর রহমানের বাড়িতে ডাকাতি হয় গত ১২ জুলাই। হাওড়া থেকে দুষ্কৃতীরা ট্রেনে ঘোড়াঘাটায় নেমে ট্রেনলাইন ধরে হেঁটে এসে মুম্বই রোডের ধারে আস্তানা গাড়ে। রাত ১২টা নাগাদ তারা সাইফুরের বাড়িতে হামলা চালায়। দরজা খুলিয়ে সাইফুর ও তার দুই ছেলেকে মারধর করে দুষ্কৃতীরা। এর পরে সাইফুরের তিন বছরের নাতির গায়ে কেরোসিন ঢেলে পুডিয়ে মারার হুমকি দিয়ে কয়েক লক্ষ টাকা এবং কয়েক ভরি সোনার গয়না লুঠ করে।