—প্রতীকী ছবি
বছর চারেকের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অপরাধে তার পড়শি এক ব্যক্তির তিন বছর কারাদণ্ড হল। বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা তথা বিশেষ পকসো কোর্টের বিচারক গোপাল কর্মকার এ শহরেরই বাসিন্দা মহম্মদ জামালউদ্দিনকে ওই সাজা শোনান।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ২০১৯-এর ১২ জুন। ওই দিন মাঝবয়সি জামালউদ্দিন বাড়িতে একাই ছিল। তার ছোট মেয়ে ওই শিশুটিরই বয়সি। দুপুরে দু’জনে বাড়ির সামনে খেলছিল। জামালউদ্দিন চকোলেটের লোভ দেখিয়ে পড়শি শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে ওই অপকর্ম ঘটায়। মেয়েটি বাড়ি ফিরে ঘটনার কথা জানায়। পরের দিন তার মা থানায় জামালউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ জানান। পকসো আইনের ৮ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। সে দিনই জামালউদ্দিন গ্রেফতার হয়। শ্রীরামপুর ওয়ালশে শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো হয়।
মামলার বিশেষ সরকারি কৌঁসুলি জয়দীপ মুখোপাধ্যায় জানান, পুলিশ মেয়েটির বয়ান রেকর্ড করে। আদালতে তার গোপন জবানবন্দি নেন ম্যাজিস্ট্রেট। আদালত জামালউদ্দিনকে জামিন দেয়নি। অভিযুক্তকে জেল হেফাজতে রেখে শুনানি হয়। পাঁচ জনের সাক্ষ্য নেওয়া হয়। তাদের অন্যতম ছিল শিশুটি নিজে। বুধবার জামালউদ্দিনকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। বৃহস্পতিবার তিন বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাবাসের আদেশ দেন বিচারক।