TMC

নন্দীগ্রাম ছাড়া কোথাও প্রার্থী চূড়ান্ত হয়নি, উত্তরপাড়ায় সৌমিকে নিয়ে জল্পনার মধ্যে জানাল তৃণমূল

সৌমিককে নিয়ে জল্পনায় জল ঢেলেছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি জানান, নন্দীগ্রাম ছাড়া কোনও কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী চূড়ান্ত হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫৯
Share:

Advertisement

এক সপ্তাহের মাথাতেই ভোটের দিন ক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সে কথা জানিয়েছেন। তার আগে উত্তরপাড়ার প্রার্থী নির্বাচন ঘিরে ফের তরজায় তৃণমূল এবং বিজেপি। প্রাক্তন ফুটবলার তথা সদ্য তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষালের ঘনিষ্ঠ বলে পরিচিত সৌমিক দে-কে সেখানে দলের প্রার্থী করা হতে পারে বলে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার চলছে। কিন্তু তৃণমূল নেতৃত্বের দাবি, এ সব বিজেপি-র ষড়যন্ত্র। দলের তরফে কোনও কেন্দ্রেই প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি।

সৌমিককে নিয়ে জল্পনায় জল ঢেলেছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি জানান, নন্দীগ্রাম ছাড়া কোনও কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী চূড়ান্ত হয়নি। নিজেদের স্বার্থে এ সব সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে বিজেপি। তবে তাঁর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্রীরামপুরে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু। তাঁর দাবি, বিজেপি কখনওই তৃমমূলের প্রার্থী ঘোষণা করতে যাবে না। তৃণমূল নিয়েই এ সব করছে। জঙ্গিপাড়া থেকে সম্প্রতি কল্যাণ নিজেই সেখানকার প্রার্থী হিসেবে স্নেহাশিষ চক্রবর্তীর নাম ঘোষণা করেন বলেও অভিযোগ করেনশ্যামল।

Advertisement

কিন্তু যাঁকে নিয়ে এই তরজা, সেই সৌমিক বলেন, ‘‘এমন কোনও খবর আমার জানা নেই। বিভিন্ন অনুষ্ঠানে নানা সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডাকেন। তাই যাই। দলের তরফেও এ নিয়ে কিছু জানানো হয়নি।’’ উত্তরপাড়ার ভূমিপুত্র সৌমিক জানিয়েছে, তিনি মানুষের জন্য কাজ করতে চান। দল দায়িত্ব দিলে তিনি প্রস্তুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement