Howrah

Water logging at Howrah: একটানা বৃষ্টিতে ভাসল হাওড়া, জলমগ্ন রাস্তাঘাট, জল জমল নবান্নের সামনেও

কাজিপাড়া, পঞ্চাননতলা রোড, এনএস রোড, রামচরণ শেঠ রোড, ইস্ট-ওয়েস্ট বাইপাস, বেলুড় আন্ডারপাসে জল জমে যায়। দুর্ভোগে পড়েন হাওড়াবাসী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ২১:২৯
Share:

নবান্নের সামনে জমেছে জল নিজস্ব চিত্র।

ফিরে এল সেই চেনা ছবি। ঘণ্টা দেড়েকের একটানা বৃষ্টিতে জলে ভাসল হাওড়াজলমগ্ন হয়ে পড়ে হাওড়া পুর নিগমের কমপক্ষে ৩০টি ওয়ার্ডের বহু গুরুত্বপূর্ণ রাস্তা। জল জমে যায় নবান্নের সামনেও।

Advertisement

বুধবার দুপুর ২টো নাগাদ আকাশ ঢেকে যায় কালো মেঘে। দুপুরেই নেমে আসে সন্ধ্যার অন্ধকার। তার পর শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি। ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। প্রবল বৃষ্টিপাতে জল জমে যায় বহু গুরুত্বপূর্ণ রাস্তায়।

রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের সামনের রাস্তায় জল জমে যায়। এ ছাড়া কাজিপাড়া, পঞ্চাননতলা রোড, এনএস রোড, রামচরণ শেঠ রোড, ইস্ট-ওয়েস্ট বাইপাস, বেলুড় আন্ডারপাসে জল জমে যায়। দুর্ভোগে পড়েন হাওড়াবাসী। মধ্য হাওড়ার বাসিন্দা গৃহবধূ পম্পা দলুই বলেন, ‘‘অল্প বৃষ্টিতে জল জমে যাওয়া দেখে আমরা অভ্যস্ত। দীর্ঘদিন এই সমস্যার সমাধান হয়নি। এখন পুরবোর্ড নেই। তাই কাউকে অভিযোগ করার উপায়ও নেই।’’

Advertisement

জল জমেছে রাস্তায়

পুরসভা সূত্রে জানানো হয়েছে, ঘণ্টা দেড়েক প্রবল বৃষ্টি হওয়ায় জল জমেছে। তবে বিকেলের পর বৃষ্টি কমে যাওয়ায় জল নামতে শুরু করেছে। অতিরিক্ত পাম্প চালানো হচ্ছে জল নিকাশির কাজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement