Narendra Modi

Modi Cabinet Reshuffle: ছিল ৫৩, হল ৭৪, দেখে নিন প্রধানমন্ত্রী মোদীর নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা

মন্ত্রিসভা থেকে বাদ গেলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। জায়গা পেয়েছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ২১:২৫
Share:

বড় রদবদল হল মন্ত্রিসভায় ছবি: টুইটার থেকে।

বড় রদবদল হল মোদী মন্ত্রিসভায়। ২০১৯ সালে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরে ৫৩ জনের মন্ত্রিসভা গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ বছর পরে মন্ত্রিসভায় বদল করলেন তিনি। এক দিকে যেমন অনেকে বাদ গেলেন, তেমনই অন্য দিকে জায়গা পেলেন অনেকে। প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্বও পেলেন অনেকে। মোদীর নতুন মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে হল ৭৪।

Advertisement

পুরনো মন্ত্রিসভা থেকে বাদ গেলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। বাবুল ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী। অন্য দিকে দেবশ্রী ছিলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। বাংলা থেকে নতুন জায়গা পেয়েছেন ৪ জন। তাঁরা হলেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা।

Advertisement

দেখে নিন মোদীর নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement