জলমগ্ন হাওড়ার বিভিন্ন এলাকা নিজস্ব চিত্র।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন হাওড়া ও হগলি জেলার বিভিন্ন এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া পুরসভার প্রায় ২০টি ওয়ার্ড। যার ফলে দুর্ভোগে পড়েছে মানুষজন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও জমা জল নামেনি রামচরণ শেঠ রোড, চার্চ রোড, ইস্টওয়েস্ট বাইপাস, ড্রেনেজ ক্যানেল রোড সহ বিভিন্ন রাস্তায়। জল জমেছে মধ্য হাওড়ার পঞ্চাননতলা, টিকিয়াপাড়ায়। উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি ছাড়াও বেলগাছিয়া, রামরাজাতলাতেও জম জমেছে। কোথাও হাঁটু সমান আবার কোথাও গোড়ালি সমান জল দাঁড়িয়ে রয়েছে।
সাকরাইল, আন্দুল, ডোমজুড় এলাকার অনেক বাড়িতে জল ঢুকেছে। অপর্ণা চন্দ নামে এক বাসিন্দা জানান, অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় এলাকা। এদিকে জমা জল না নামায় প্রশ্নের মুখে পড়েছে পুরসভার নিকাশি ব্যবস্থা। বৃষ্টির জেরে জল জমে যায় টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনে। স্টেশনে ঢোকার আগে স্টাফ স্পেশাল ট্রেন দাঁড়িয়ে যায়। যাত্রীরা রেললাইন ধরে হেঁটে স্টেশনে পৌঁছন।
হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য জানান, বৃষ্টির ফলে নিকাশির সমস্যা হয়েছে। ৪৫টি পাম্প চালানো হচ্ছে। তবে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় জল নামতে দেরি হচ্ছে।