পদত্যাগ করলেন বশির আলম। —নিজস্ব চিত্র।
চার পুরসভার ভোটে ধরাশায়ী হয়েছে বিজেপি। এই আবহে নতুন করে ধাক্কা খেল গেরুয়া শিবির। ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবার দল ছাড়লেন রাজ্য বিজেপি-র সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি বশির আলম। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
পদত্যাগের সময় দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বশির। তাঁর অভিযোগ, বিজেপি ‘জনবিচ্ছিন্ন’ হয়ে গিয়েছে। পুরভোটে বিজেপি-র হার নিয়ে বশিরের ব্যাখ্যা, মানুষের থেকে ক্রমশ দূরে সরে গিয়েই ভোটে ভরাডুবি হয়েছে। দলে পুরনো কর্মীদের সম্মান নেই বলেও তাঁর অভিযোগ। সম্প্রতি বিজেপি যে রাজ্য কমিটি গঠন করেছে তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নেই। তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বশির।
রাজ্যে বিজেপি-কে ‘শেষ’ করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন বশির। তাঁর বক্তব্য, বিজেপি যে ভাবে চলছে তাতে আগামিদিনে ঝান্ডা ধরার লোক পাওয়া যাবে না। হাওড়ার বাঁকড়ার বাসিন্দা বশির। তিনি ২০১৭ সালে বিজেপি-তে যোগদান করেছিলেন। ভবিষ্যতে বশিরের রাজনৈতিক পদক্ষেপ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।