West Bengal Panchayat Election 2023

নির্দলের প্রচার নিয়ে শোরগোল

শুক্রবার তিনি ওই দেওয়াল লিখনের ছবি ফেসবুকে দিয়ে অভিযোগ করেন, ওই বুথে দলীয় প্রার্থী দীপক দাসকে হারানোর জন্য দলেরই একটি ‘গ্যাং’ সচেষ্ট। সুখদেবও তৃণমূল কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বলাগড় শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ০৭:৫৯
Share:

এই দেওয়াল লিখন নিয়েই শোরগোল। — নিজস্ব চিত্র।

তিনি নির্দল। প্রতীক— নলকূপ। দেওয়াল লিখন বলছে, তিনি দাঁড়িয়েছেন তৃণমূলের সমর্থনে। বলাগড় ব্লকের ডুমুরদহ-নিত্যানন্দপুর ২ পঞ্চায়েতের ২০৫ নম্বর বুথের নির্দল প্রার্থী সুখদেব দাসের দেওয়াল লিখন ঘিরে তৃণমূলের স্থানীয় রাজনীতি সরগরম। এলাকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আগেই দলীয় নেতা-কর্মীদের একাংশের কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুক্রবার তিনি ওই দেওয়াল লিখনের ছবি ফেসবুকে দিয়ে অভিযোগ করেন, ওই বুথে দলীয় প্রার্থী দীপক দাসকে হারানোর জন্য দলেরই একটি ‘গ্যাং’ সচেষ্ট। সুখদেবও তৃণমূল কর্মী। দলীয় প্রতীক না পেয়ে নির্দল হিসাবে লড়াই করছেন। দীপকের বক্তব্য, ‘‘উনি (সুখদেব) তৃণমূলের নাম কী ভাবে ব্যবহার করছেন! দলকে জানিয়েছি।’’ বিধায়কের প্রতিক্রিয়া, ‘‘সিপিএম-বিজেপি নয়, দলের একাংশই তৃণমূল প্রার্থীদের হারাবে।’’ ব্লক তৃণমূল সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘দলের জেলা সভাপতিকে জানানো হয়েছে।’’ সুখদেব মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement