হাওড়ার নির্মীয়মাণ টাওয়ারটিকে অনেকেই পিসার হেলে পড়া টাওয়ার (বাঁ-দিকে)-এর সঙ্গে তুলনা করছেন। —নিজস্ব চিত্র।
নির্মাণকাজ এখনও চলছে। এরই মাঝে হেলে পড়েছে মধ্য হাওড়ার বেলিলিয়াস পার্কের একটি টাওয়ার। বিপদের সম্ভাবনা থাকায় সোমবার ১০০ মিটার উঁচু ওই নির্মীয়মাণ টাওয়ারটি পরিদর্শন করে হাওড়ার পুরসভার প্রতিনিধিদল। বিপদ রুখতে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বাস পুর কর্তৃপক্ষের। যদিও এই ঘটনাটি মনে করাচ্ছে ইটালির পিসার হেলে পড়া টাওয়ারটির কথা।
পুরসভা সূত্রে খবর, মধ্য হাওড়ার বেলিলিয়াস পার্কে একটি অত্যাধুনিক বিনোদন পার্ক তৈরি করা হচ্ছে। হাওড়া পুরসভার লিজ দেওয়া জমিতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এই পার্কটি তৈরির দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। এখানে গড়া হচ্ছে দেশের অন্যতম উঁচু একটি টাওয়ার। ১০০ ফুট উঁচুতে এই টাওয়ারের মাথায় থাকবে একটি ঘূর্ণায়মান রেস্তরাঁ। মাস দেড়েক মাস আগে নির্মীয়মাণ টাওয়ারটি সামান্য হেলে পড়ে। খবর পেয়ে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান-সহ প্রতিনিধিরা পার্কে গিয়ে টাওয়ারটি পরিদর্শন করেন। পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘‘এ বিষয়ে পুর কর্তৃপক্ষকে নোটিস দিয়ে সমস্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে নির্মাণকারী সংস্থাকে। পুরসভার পক্ষ থেকে স্থপতিদের দিয়ে পরীক্ষা করিয়ে রিপোর্ট নেওয়া হবে। বিপদ যাতে না ঘটে সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
প্রসঙ্গত, ইটালির পিসা শহরের টাওয়ারটি প্রায় ৪ ডিগ্রি হেলে পড়েছে। ভিতের নির্মাণগত ত্রুটির কারণেই সেটি হেলে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের। যদিও পিসার টাওয়ারটির সঙ্গে তুলনায় যেতে রাজি নন নির্মাণকারী সংস্থার কর্ণধার রামরতন চৌধুরী। তাঁর দাবি, ‘‘উদ্বেগের কোনও কারণ নেই। টাওয়ারটির সামান্য অংশ (০.৮ ডিগ্রি) হেলে পড়েছে। টাওয়ারটি হেলে পড়ার বিষয়টি নজরে আসতেই শিবপুর আইআইইএসটি-র বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে। তাঁদের পরামর্শ মতো টাওয়ারের নীচের অংশ আরও মজবুত করা হয়েছে। তবে নতুন করে আর বিপত্তি ঘটেনি। আগামী ছ’মাসের মধ্যেই পার্কটি চালু হয়ে যাবে।’’