এক নজরে বছর ২০২৪, ভোট ময়দানে সেরা পাল্টি যাঁদের, যে বিতর্কে দেশ উথালপাতাল
আজ এ দল, তো কাল অন্য দল। বছরের সেরা ডিগবাজি কোন রাজনীতিকের? বিতর্ক তৈরি করে নজরে এলেন কারা?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:২২
Share:
Advertisement
নীতীশ কুমার না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার শিবির বদল সবচেয়ে বেশি সাড়া ফেলল? মহারাষ্ট্রও দেখেছে দলবদলের দড়ি টানাটানি। নিট কেলেঙ্কারি, নির্বাচনী বন্ড থেকে তিরুপতির লাড্ডু। কোন বিতর্কে দেশ জুড়ে তুলকালাম? বছর শেষে ২০২৪-এ খতিয়ান।