bike accident

গভীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

পুলিশ জানায়, মৃতেরা হলেন সত্যজিৎ বিশ্বাস (৩২), বাড়ি বালির রায়বাহাদুর জে এন রায় রোডে। তিনি এক রেস্তরাঁয় কাজ করতেন। দীপেন্দু চন্দ্র (৩৫), বাড়ি তর্কসিদ্ধান্ত লেনে। তিনি আঁকা শেখাতেন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ০৭:৪৩
Share:

মঙ্গলবার রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। প্রতীকী ছবি।

সারা রাত বাড়ি ফেরেননি ভাই। বুধবার সকাল হতেই ভাইয়ের এক বন্ধুর মোবাইলে যোগাযোগ করেছিলেন দিদি। তখনই পুলিশ ফোন ধরে জানায়, মঙ্গলবার রাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনেরই। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়।

Advertisement

পুলিশ জানায়, মৃতেরা হলেন সত্যজিৎ বিশ্বাস (৩২) এবং দীপেন্দু চন্দ্র (৩৫)। সত্যজিতের বাড়ি বালির রায়বাহাদুর জে এন রায় রোডে, দীপেন্দুর বাড়ি তর্কসিদ্ধান্ত লেনে। সত্যজিৎ কলকাতার এক রেস্তরাঁয় কাজ করতেন। দীপেন্দু আঁকা শেখাতেন। ওই রাতে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন তাঁরা। বাইক চালাচ্ছিলেন সত্যজিৎ। তাঁরা উত্তরপাড়ার জি টি রোড ধরে যাচ্ছিলেন। জানা যাচ্ছে, খেয়াঘাটের কাছে প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোয় ধাক্কা মারে বাইকটি। পরে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়েন দু’জনেই। কারও মাথাতেই হেলমেট ছিল না। ঘটনার এক প্রত্যক্ষদর্শী স্বাতী পাল বলেন, ‘‘রাত তখন দেড়টা হবে। বাইকটি দোলতলার দিক থেকে খুব জোরে আসছিল।’’

জানা যাচ্ছে, ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। অন্য জনকে পুলিশ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। সত্যজিতের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা, মা ও দুই অবিবাহিত দিদি। দীপেন্দুর বাবা-মা দু’জনেই মারা গিয়েছেন। বাড়িতে তিনি ও তাঁর দিদি থাকতেন। দীপেন্দু সারা রাত বাড়ি না ফেরায় এ দিন তাঁর দিদিই সত্যজিতের পাড়ায় গিয়ে ফোন করেন তাঁর মোবাইলে। তখনই উত্তরপাড়া থানার পুলিশ খবরটি জানায়। প্রতিবেশীরা জানাচ্ছেন, দুর্ঘটনায় দু’জনেরই মুখ থেঁতলে গিয়েছিল। স্থানীয় বাসিন্দা সঞ্জয় মিত্র বলেন, ‘‘এমন ভাবে দু’টি তরতাজা প্রাণ চলে গেল, কেউ মানতে পারছি না। ওরা খুব মিশুকে ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement