শালিমার রেল ইয়ার্ডে বেঁধে দেওয়া হচ্ছে ট্রেনের চাকা। —নিজস্ব চিত্র
ইয়াস নিয়ে সতর্ক রেলও। ক্ষয়ক্ষতি এড়াতে ট্রেনের চাকা বেঁধে রাখা হচ্ছে শিকল দিয়ে। সোমবার এই ছবি দেখা গিয়েছে হাওড়ার শালিমার ইয়ার্ডে। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের সময় দুর্ঘটনা এড়াতে এ ভাবেই বেঁধে রাখা হয় ট্রেন।
বুধবার আছড়ে পড়তে পারে ইয়াস। আবহবিদদের হুঁশিয়ারি, ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে শালিমার ইয়ার্ডে থাকা ট্রেনগুলির চাকা লোহার শিকল এবং তালা দিয়ে বেঁধে রাখা হচ্ছে। যাতে ট্রেনগুলি গড়িয়ে গিয়ে কোনও দুর্ঘটনা না ঘটায়। দক্ষিণপূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ঝড়ের দাপটে দাঁড়িয়ে থাকা ট্রেন গড়িয়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণেই প্রথামাফিক ট্রেনের চাকা এ ভাবে বেঁধে দেওয়া হচ্ছে।
রাজ্যে কার্যত লকডাউন চলছে এই মুহূর্তে। বন্ধ লোকাল ট্রেন চলাচল। বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেনও। তবে বিশেষ ভাবে কিছু ট্রেন চালানো হচ্ছে। প্রসঙ্গত, গত বছর আমপানের সময়েও একই ভাবে হাওড়া এবং শিয়ালদহে একাধিক ট্রেন শিকলে বেঁধে রাখা হয়েছিল।