টোটো থেকে পড়ে গিয়ে মৃত্যু রূপক মালিকের। — নিজস্ব চিত্র।
স্কুল থেকে ফেরার পথে টোটো উল্টে মৃত্যু হল এক শিশুর। ওই টোটোতে চেপেই বাড়ি ফিরছিল বছর তিনেকের রূপক মালিক। টোটোটি চালাচ্ছিলেন তার দাদু গণেশ। হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডে হাঁসখালি পোলে হরেকৃষ্ণ নগরের ঘটনা।
রূপক স্থানীয় একটি স্কুলে নার্সারিতে পড়াশোনা করত। বৃহস্পতিবার সকালে স্কুল থেকে টোটোয় চাপিয়ে নিয়ে আসছিলেন দাদু গণেশ। তাঁর দাবি, রাস্তা খারাপ থাকায় টোটো উল্টে যায়। গুরুতর জখম হন দু’জনেই। শিশু-সহ তার দাদুকে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সেখানেই মৃত্যু হয় তার।
গণেশের পায়ের হাড় ভেঙে গিয়েছে। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। শিশুর মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার। তারা রাস্তার বেহাল দশাকে দুষছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির মাথায় হ্যামারেজ হয়েছিল। তার জেরেই মৃত্যু। হাওড়া পুরসভার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ঘটনাটি দুখঃজনক।তবে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।পুরসভার পক্ষ থেকে যা করণীয়, সেটা করা হবে।