টোটোচালকদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
এক টোটোচালককে বেধড়ক মারধর করেছেন নিরাপত্তারক্ষী। এই অভিযোগে বুধবার উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ। অভিযুক্তের শাস্তির দাবিতে আরামবাগের নেতাজির স্কোয়্যারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় টোটোচালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় আরামবাগ থানার পুলিশ।
আরামবাগ মহকুমা আদালতে এক বিচারকের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার আরামবাগ স্টেশন থেকে আদালতের দিকে যাওয়ার পথে স্টেশন রোড এলাকায় যানজট ছিল। সে দিকে আসার সময় ওই নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে টোটোচালককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ। আহত চালক শেখ সেলিম আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এর পরেই শহরের টোটোচালকরা বিক্ষোভ দেখান।
ঘটনা নিয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল বলেছেন, ‘‘খবরটা এসেছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’