TMC

TMC: অভিবাদন! বন্‌ধ উপেক্ষা করে বেরিয়ে পড়াদের গোলাপ উপহার, রাজ্য জুড়ে মিছিল তৃণমূলের

তৃণমূল সোমবার জেলায় জেলায় বন্‌ধ বিরোধী কর্মসূচি পালন করে। ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছে হাওড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২০
Share:

গাড়িচালকদের হাতে গোলাপ ফুল তুলে দিচ্ছেন তৃণণূল কর্মীরা। নিজস্ব চিত্র

বিজেপি-র ডাকা বন্‌ধকে উপেক্ষা করে সোমবার যাঁরা পথে নামলেন তাঁদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন তৃণমূলকর্মীরা। এমনই ছবি দেখা গেল হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজে বাসচালক, অন্যান্য গাড়িচালক এবং যাত্রীদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
পুরভোটে সন্ত্রাসের অভিযোগে সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধের ডাক দিয়েছিল বিজেপি। অন্যান্য বারের মতো এ বারও যে রাজ্য সরকার কড়া হাতে বন্‌ধের মোকাবিলা করবে তা রবিবারই স্পষ্ট করে জানিয়েছিল নবান্ন। তৃণমূলও সোমবার জেলায় জেলায় বন্‌ধ বিরোধী কর্মসূচি পালন করে। এর মাঝেই ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছে হাওড়ায়। বন্‌ধের দিন যাঁরা পথে নেমেছেন, যাঁরা যানবাহন চালিয়েছেন তাঁদের হাতে গোলাপ ফুল তুলে দিতে দেখা গিয়েছে তৃণমূলকর্মীদের।

Advertisement

হাওড়া ময়দান, সানপুর এবং হাওড়া বাসস্ট্যান্ডে রাস্তায় বসে সোমবার অবরোধ করেন বিজেপিকর্মীরা। অভিযোগ, তাঁরা যানবাহন আটকানোর চেষ্টাও করেন। এ নিয়ে বচসা বাধে পুলিশকর্মীদের সঙ্গে। যদিও কিছু ক্ষণের মধ্যেই অবরোধ উঠিয়ে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েক জন বন্‌ধ সমর্থককে। বিজেপি-র ডাকা বন্‌ধের তেমন প্রভাব অবশ্য হাওড়ায় দেখা যায়নি। দোকানপাট খোলা ছিল। যানচলাচলও ছিল মোটের উপর স্বাভাবিক। ট্রেন পরিষেবাও ব্যাহত হয়নি। বন্‌ধের প্রতিবাদে আসানসোল-সহ বিভিন্ন জায়গায় মিছিল বার করে তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement