West Bengal Panchayat Election 2023

প্রার্থী-তালিকায় নাম, খবরই দেয়নি দল!

পান্ডুয়া পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্যা মহুয়া হুঁই সরকারকে এ বার ইটাচুনা-খন্যান পঞ্চায়েতের আসনে মনোনীত করেছিল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পান্ডুয়া শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ০৯:১৩
Share:

—প্রতীকী চিত্র।

শাসক দল প্রার্থী-তালিকা ঘোষণা করেছে মনোনয়নের কার্যত শেষ বেলায়। হুগলির পান্ডুয়া ব্লকে ওই তালিকায় নাম থাকা একাধিক তৃণমূল কর্মীর দাবি, বিষয়টি তাঁরা জানতেই পারেননি। ফলে, মনোনয়নও জমা দেননি। যতক্ষণে জানতে পেরেছেন, মনোনয়নের প্রহর শেষ।

Advertisement

পান্ডুয়া পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্যা মহুয়া হুঁই সরকারকে এ বার ইটাচুনা-খন্যান পঞ্চায়েতের আসনে মনোনীত করেছিল তৃণমূল। মহুয়ার বিস্ময়, প্রার্থী-তালিকায় নাম থাকলেও বিষয়টি তাঁকে দলের তরফে জানানোই হয়নি। তাঁর বক্তব্য, ‘‘ব্যক্তিগত কারণে রাজনীতি করব না বলে আগেই দলের ব্লক সভাপতিকে জানিয়েছিলাম।তবে, প্রার্থী করেও কেন জানানোহল না, বলতে পারব না। এ নিয়ে ভাবছিও না।’’

মহুয়ার মতো একই অভিজ্ঞতা আরও কয়েক জনের। তাঁদের মধ্যে বেলুন-ধামাসিন পঞ্চায়েতের ভায়রা গ্রামের বাসিন্দা শান্তনু মিত্র বলেন, ‘‘দল আমাকে প্রার্থী করেছিল। কিন্তু, আগে বলা হয়নি। জানানো হয় মনোনয়নের একেবারে শেষ মুহূর্তে। তখন ব্যক্তিগত কাজে অন্যত্র ছিলাম। ব্লক অফিসে পৌঁছনোর মতো সময় ছিল না। তাই, মনোনয়ন দিতে পারিনি।’’

Advertisement

প্রার্থীদের কাছে খবর না-পৌঁছনো সমন্বয়ের অভাব না কি সাংগঠনিক দুর্বলতা? পান্ডুয়া ব্লকে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূলের অন্দরেই এ প্রশ্ন উঠছে। এ ব্যাপারে তৃণমূলের পান্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের বক্তব্য, ‘‘কিছু জায়গায় এই সমস্যা হয়েছে। তবে, তাতে অসুবিধা হবে না। আমাদের সংগঠন মজবুত। সমন্বয়েরও অভাব নেই।’’

বলাগড় ব্লকেও বিভিন্ন পঞ্চায়েতের আসনে দলের প্রার্থী-তালিকায় নাম থাকা কিছু কর্মী মনোনয়ন দেননি বলে তৃণমূল সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement