সন্ধ্যায় কোমর দুলিয়ে ধুনুচিনাচে কল্যাণ, সঙ্গী বিধায়ক কাঞ্চন নিজস্ব চিত্র
মহানবমীর সকালেই দেবীর পুজো করতে গিয়ে আবেগতাড়িত হয়ে কেঁদে ভাসিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকেই সন্ধ্যায় দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে। একেবারে কোমর দুলিয়ে ধুনুচি নাচে মেতে উঠলেন শ্রীরামপুরের সাংসদ। সেই নাচে সঙ্গী ছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও।
বৃহস্পতিবার শ্রীরামপুরের গাঁধী ময়দানে নবমীতে চণ্ডীপাঠ করেন কল্যাণ। সন্ধি পুজোর সময় মায়ের পায়ের কাছে বসে আকুল প্রার্থনা জানান তিনি। একটি ভিডিয়োয় কখনও হাতজোড় করে প্রার্থনা করতে, আবার কখনও তাঁকে হাত ছড়িয়ে আবেগে ভেসে যেতে দেখা গিয়েছে। আবার সন্ধ্যার সময়ই অন্য মেজাজে তিনি। এ দিন তাঁর পাড়ার পুজোয় এসেছেন কাঞ্চনও। তাঁকে সঙ্গে নিয়েই ধুনুচিনাচতে শুরু করে দেন দাপুটে আইনজীবী। প্রতিবার নিজেই পুজো করেন সাংসদ। এ বারও তার ব্যতিক্রম হয়নি।